header banner

ফের বাসন্তী থেকে উদ্ধার ১০ টি তাজা বোমা, শুরু রাজনৈতিক তরজা, আতঙ্কে সাধারন মানুষ

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: আবারও দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থেকে উদ্ধার হল তাজা বোমা। বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাসন্তী থানার পুলিশ। স্থানীয় সূত্র জানা যায় দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী থানার আমঝাড়া অঞ্চলে তিতকুমার গ্রামে একটি পরিত্যক্ত মাঠের পাশ থেকে প্রায় ১০টি তাজা বোমা দেখতে পায় গ্রামবাসীরা। এরপর খবর দেয়া হয় বাসন্তী থানাতে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছে বাসন্তী থানার পুলিশ। এলাকা থেকে বোমাগুলিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে।

{link}

বোমা উদ্ধারকে  ঘিরে ইতিমধ্যে আতঙ্কিত হয়ে পড়েছে গোটা এলাকাবাসী। ঘটনাস্থলে মোতায়েন করার রয়েছে বাসন্তী থানার পুলিশ। পঞ্চায়েত ভোটের আগে এলাকা থেকে বোমা উদ্ধারকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। বিজেপির অভিযোগ পঞ্চায়েত ভোটের আগে এলাকায় মজুত করা হচ্ছে বোমা। শাসক দলের মদতে এলাকায় তাজা বোমা ,গুলি মজুত করছে দুষ্কৃতীরা। অন্যদিকে বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করে বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, এলাকায় অসামাজিক কার্যকলাপ চালানোর জন্য আইএসএফ ও বিজেপির কর্মীরা এলাকায় মজুত করছে বোমা। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানাচ্ছি পুলিশের কাছে। এলাকায় কোনমতে শান্তি বিঘ্নিত করা যাবে না। এই সবকিছুর মাঝেই রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয় মানুষজনের মধ্যে। 

{ads}

news Basanti South 24 Paragana West Bengal সংবাদ

Last Updated :