header banner

ফের কুলপিতে খড়ের গাদা থেকে উদ্ধার হল বোমা, পঞ্চায়েত ভোটের আগে বাড়ছে আতঙ্ক

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসছে এলাকা থেকে উদ্ধার হচ্ছে তাজা বোমা। আবারও কুলপি থেকে বোমা উদ্ধার। মোট পাঁচ দিনে এই নিয়ে তিন বার বোমা উদ্ধারের ঘটনা ঘটল। দক্ষিণ ২৪ পরগনার কুলপির ছামনাবনীতে গ্রামে ফের বোমার হদিশ মিলেছে মঙ্গলবার। গ্রামের মাঠে খড়ের গাদার মধ্যে নাইলনের ব্যাগে লুকিয়ে রাখা ছিল বোমাগুলি। মঙ্গলবার সকালে গ্রামের বাসিন্দারা দেখতে পান। খবর পেয়ে কুলপি থানার পুলিশ এলাকা ঘিরে ফেলে। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। গত বৃহস্পতিবার ছামনাবনি গ্রামে কৌটো বোমা ফেটে জখম হয়  ২ কিশোর। এর তিনদিনের মাথায়, রবিবার গ্রাম থেকে উদ্ধার হয় ২৪টি তাজা বোমা। যার ফলে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।

{link}

এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ। তার রেশ কাটতে না কাটতেই ফের কুলপির ওই গ্রামে বোমার হদিশ। পঞ্চায়েত ভোটের আগে এভাবে মুড়ি-মুড়কির মতো বোমা উদ্ধারের ঘটনায় বাড়ছে আতঙ্ক। বোমা উদ্ধারকে ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসক দল ও আই এস এফ একে  অপরের বিরুদ্ধে বোমা মজুত রাখার অভিযোগ তুলেছে। কিন্তু তার মধ্যেই প্রানভয়ের আতঙ্কে ভুগছেন সাধারন স্থানীয় মানুষেরা। 

{ads}

news bomb South 24 Paragana West Bengal সংবাদ

Last Updated :