শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত দেনুর পঞ্চায়েতের গলাতুন এলাকায় খরের গাদা থেকে বোম উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায় । বোম স্কোয়ার্ডের একটি টিম এসে বোমা গুলিকে নিষ্ক্রিয় করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্থানীয় বাসিন্দা গোপাল মাঝি এই বোমা গুলি দেখতে পান । এরপর মন্তেশ্বর থানা পুলিশকে খবর দেওয়া হলে মন্তেশ্বর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা বোম গুলিকে ঘিরে রাখে দীর্ঘক্ষণ। বোম স্কোয়াড এসে বোমা গুলিকে উদ্ধার করে নিষ্ক্রিয় করে। ভোটের আগে এই বোমা উদ্ধারের ঘটনায় স্বাভাবিক ভাবেই এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।
{ads}