header banner

এহেন রাজনীতির প্রয়োজন নেই...

article banner

সোমবার বিজেপির মহিলা মোর্চার সভাপতি,অগ্নিমিত্রা পাল নিমতায় আহত বিজেপি কর্মীর বাড়িতে ও নিমতা থানায় বিক্ষোভ দেখাতে আসেন। সেখানে তিনি বলেন,  ১০ বছর ধরে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের ওপর অত্যাচার করেই যাচ্ছেন। দিন দিন তার অত্যাচার বেড়েই চলেছে। বাংলায় ক্ষমতায় আসার আগে উনি বলেছিলেন, বিরোধীদের যায়গা দেবেন। কিন্তু আসার পর ওনার বিরোধী শূন্য রাজনীতি করার ইচ্ছা হয়েছে । পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছিলেন কি প্রকার নির্বাচন হয়ে ছিল। ১০০ লোক মারা গিয়েছে। এবারের নির্বাচনে  ওরকমই স্ট্যাটেজি নিচ্ছেন। বিজেপিকে মেরে বিরোধীশূন্য করতে চাইছেন। এই জন্য আমাদের কর্মী সমর্থকদের মারা হচ্ছে। পুরুষ বা মহিলা হোক সবাইে মারধোর করা হচ্ছে। আমাদের কর্মীর মা, যিনি বৃদ্ধ। তাকে কিভাবে মারা হয়েছে। দেখেছেন ওনার ছবি? কি অমানুষিক ভাবে মারধোর করেছে। এরপরে মুখ্যমন্ত্রী বলবেন উনি বাংলার মেয়ে। এইরকম বাংলার মেয়ে? তৃনমূলের বলতে তো ট্যাক্স লাগে না। আমাদের বিধায়ককে খুন করে বলছে আত্মহত্যা করেছে। আমাদের মহিলারা ধর্ষিতা হন। আর সরকারি হাসপাতালে সেই রিপোর্ট নিয়ে পাল্টে দেওয়া হয় । বলেন ধর্ষন হয়নি। এই তো করে এসেছে ১০ বছর তৃনমুলের সরকার। দোষীদের গ্রেপ্তার না করা হলে আরও বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও জানিয়েছেন তিনি। 


উল্লেখ্য বিষয় নিমতার এক বিজেপি কর্মী ও তার বৃদ্ধা মাকে ঘরে ঢুকে মারা হয়েছে বলে তৃনমূলের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। গতকাল সেই বৃদ্ধার ছবি ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দোষীদের শাস্তির প্রতিবাদে এবং গ্রেপ্তারের দাবিতে আজকে এই দলীয় কর্মসূচি অগ্নিমিত্রা পালের। যদীও পুরো ঘটনাটিই সাজানো বলে দাবি করা হয়েছে তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে। 

{ads}
 

Agnimitra Paul BJP BJP West Bengal Election Protest Politics Assembly Election TMC Police West Bengal India

Last Updated :