header banner

Rajasthan : রাজস্থানে ভেঙে পড়ল বায়ু সেনার বিমান

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সোমবার রাতে এই ঘটনাটি ঘটে। সেনা বিভাগ সূত্রে জানা যাচ্ছে,  প্রশিক্ষণ চলাকালীন রাজস্থানের (Rajasthan) বাড়মেড়ে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২৯ বিমান (MiG-29 aircraft)। আরো জানা যাচ্ছে, বিমানটিতে যান্ত্রিক সমস্যার জেরেই এই দুর্ঘটনা। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

{link}

বায়ুসেনার (air force) তরফে জানানো হয়েছে, গতকাল রাতে প্রশিক্ষণ চলার সময় মিগ-২৯ বিমানটিতে সমস্যা দেখা দেয়। এই পরিস্থিতিতে পাইলট দ্রুত সিদ্ধান্ত নেন, বিমান ছেড়ে বেরিয়ে আসার। শেষ মুহূর্তে বিমান ছেড়ে বেরিয়ে আসায় প্রাণে বেঁচে গিয়েছেন পাইলট (pilot)। বর্তমানে সুস্থ রয়েছেন পাইলট। অন্য কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এই দুর্ঘটনায়। বিমানে ঠিক কী ধরনের যান্ত্রিক সমস্যা দেখা গিয়েছিল, তা জানতে ‘কোর্ট অফ ইনকোয়ারি’র (Court of Inquiry) নির্দেশ দেওয়া হয়েছে। এখন তদন্ত (investigation) চলেছে যে কি ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিলো ওই বিমানে।

{link}

সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হওয়া একটা ছবিতে দেখা যাচ্ছে, দাউ দাউ করে জ্বলছে গোটা বিমান। মঙ্গলা প্রসেসিং টার্মিনাল রোডে সেটি ভেঙে পড়ে বলে খবর। পাইলটের একটি ছবিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, দুর্ঘটনার পর প্যারাশুটের (Parachute) সাহায্যে মাটিতে নেমেছেন পাইলট। মাটিতে শুয়ে রয়েছেন তিনি। বেশ কয়েকজন জওয়ান তাঁকে ঘিরে আছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী তিনি এখন ভালো আছেন।

{ads}

News Breaking News Rajasthan MiG-29 aircraft air force pilot Court of Inquiry investigation Social Media Photo Viral aircraft Crash aircraft accident Parachute সংবাদ

Last Updated :