শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার আগে হাতে চোট পেলেন ঐশ্বর্যা রাই বচ্চন। বুধবার রাতে মুম্বই বিমানবন্দরে কন্যা আরাধ্যাকে সঙ্গে নিয়ে দেখা মেলে অভিনেত্রীর।ছবিশিকারিরা জখমের কারণ জিজ্ঞেস করলেও উত্তর দেননি অভিনেত্রী।
{link}
৭৭ তম কান ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে পৌঁছেছেন ঐশ্বর্য রাই। হচ্ছে।ঐশ্বরিয়া কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার 21 তম উপস্থিতি করছেন৷ সংশ্লিষ্ট ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় দিনের রেড কার্পেটে দেখা গেল তাঁকে। কালো গাউন পড়েছিলেন, রীতিমত নজর কারলেন। কালো গাউন পড়ে আরো উজ্জ্বল দেখাচ্ছিল ঐশ্বর্যকে। তবে তার ডান হাতে প্লাস্টার করা, এরকম পরিস্থিতিতেও তিনি রেড কার্পেটে আলোড়ন তুললেন। সঙ্গে ছিল তার মেয়ে আরাধ্যা।
{link}
যদিও এরকম কঠিন সময়ে ঐশ্বর্য রাইয়ের স্বামী অভিষেক বচ্চনকে তাঁর পাশে দেখা যায়নি। মুম্বাই বিমানবন্দরে আরাধ্যার সঙ্গে ক্যামেরা বন্দি হয়েছিলেন তিনি। অল্প বয়স থেকে কান ফিল্ম ফেস্টিভ্যাল মায়ের সাথে দেখা যায় আরাধ্যাকে। অনেক বলিউড সেলিব্রিটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত হবেন বলে আশা করা।
{ads}