header banner

অধিকারী গড়ে নতুন যোদ্ধা গিরি

article banner

এবারের নির্বাচনে কার্যত কেন্দ্রবিন্দুতে ছিল পূর্ব মেদিনীপুর জেলা। যে জেলার লড়াই দেখতে মুখিয়ে ছিলেন রাজ্যের মানুষ। কারন একটাই পূর্ব মেদিনীপুর অধীকারি পরিবার ও তৃণমূলের শক্ত গড় হিসেবে রাজনৈতিক মহলে পরিচিত ছিল। কিন্তু এবারে সেই পরিবারই সবুজ ছেড়ে পরিধান করেন গেরুয়া বসন। ধীরে ধীরে হলেও পূর্ব মেদীনিপুর ঢাকতে শুরু করে গেরুয়া রঙে। কিন্তু সেখানেই নির্বাচনের ফলাফলের পর সবুজ ঝড়। চুরচুর করে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে গড়, ভেঙে খান খান অধিকারী পরিবারের মৌরসিপাট্টাও। এসবেরই নায়ক কে? বিধায়ক অখিল গিরি… অন্তত তৃণমূল নেতৃত্বের ধারণা তাই। 

{link}
এক সময় অবিভক্ত মেদিনীপুরের রাশ ছিল অধিকারী পরিবারের হাতে। জেলা দাপিয়ে বেড়াচ্ছেন কংগ্রেস নেতা শিশির অধিকারী। পরে সেই জেলা ভাগ হয়। দুই জেলার রাশই তখনও অধিকারী পরিবারের হাতে। শুধু নিয়ন্ত্রন শিশিরের হাতফের হয়ে চলে এসেছে শুভেন্দুর হাতে।শুভেন্দুর দক্ষতায় জেলায় তিল তিল করে গড়ে উঠছিল তৃণমূলের অদৃশ্য দুর্ভেদ্য কেল্লা। 
কিন্তু সবাইকে চমকে দিয়ে রাজনৈতিক মহলে বজ্রপাত ঘটিয়ে গত ডিসেম্বরের শেষের দিকে দলনেত্রীর সঙ্গে মতান্তরের জেরে সবুজ শিবির ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখান শুভেন্দু। তাকে অনুসরণ করে বিজেপিতে ভিড়ে যান শুভেন্দুর এক ভাই। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় উপস্থিত থাকলেও, হাতে গেরুয়া পতাকা হাতে নেননি বর্ষীয়ান নেতা শিশির অধিকারী। শুভেন্দুর এক ভাই দিব্যেন্দু তৃণমূলে থাকলেও, তাঁর অবস্থা খুব একটা সুবিধাজনক নয়। 

{link}
এমতাবস্থাতেই একুশের বিধানসভা নির্বাচনে জেলায় ব্যাপক সাফল্য পেয়েছে তৃণমূল। তার পুরো কৃতিত্বই তৃণমূল নেতৃত্ব দিচ্ছেন অখিল গিরিকে বলে সূত্রের খবর। এক সময় যে অধিকারী পরিবারের দাপটে যিনি মাথা তুলতে পারতেন না বলে অভিযোগ, সেই অখিলই জেলার রং করে দিয়েছেন সবুজ! সেই কারণেই তাঁকে দেওয়া হতে পারে মন্ত্রিত্বের পদ অখিলকে কোন দফতরের দায়িত্ব দেওয়া হবে, তা এখনও জানা যায়নি। তবে যেহেতু জেলায় তৃণমূলের বিজয় কেতন ওড়ানোর নেপথ্য কারিগর তিনিই, তাই তাঁর মন্ত্রী হওয়ার সম্ভাবনা বিপুল সেকথা কেউই একবাক্যে উড়িয়ে দিতে পারবেন না। এখন তাকে কি পদ দেওয়া হয় তাই দেখার অপেক্ষায় রাজ্যবাসী। 
{ads}

Akhil Giri TMC News West Bengal Purba Midnapur Politics Election

Last Updated :