নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: শুক্রবার নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী কে কড়া ভাষায় আক্রমণ করেন কারা দপ্তরের মন্ত্রী অখিল গিরি। সেই মন্তব্যের মাঝেই রাষ্ট্রপতি সম্পর্কে বিরূপ মন্তব্য করে বিতর্কের সম্মুখীন তৃণমূল নেতা। তিনি বললেন শুভেন্দু এখন খুব বাড়াবাড়ি করছে কেন্দ্র বাহিনী নিয়ে, নেতাজি ইনডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় কে বলেছি,মুখ্যমন্ত্রী একটু মাথাটা নাড়ালেই হাত ভেঙে দেব, পাঁজর ভেঙ্গে দিব শুভেন্দু অধিকারীর। আমি নাকি দেখতে খারাপআমরা রূপের বিচার করি না তোমার রাষ্ট্রপতির চেয়ারকে সম্মান করি,আর তোমাদের রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা! যদিও আমি এ বিষয়ে কিছু বলতে চাই না আমাদের কাছে সবাই সমান।
{link}
তার এই বক্তব্যকে নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তিব্র বিতর্ক। মহিলা রাষ্ট্রপতিকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ তুলছেন বিজেপি কর্মী ও নেতৃত্বেরা। যে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। যদিও এই প্রসঙ্গে অখিল গিরি কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি শুধুমাত্র তুলনা করে এই মন্তব্য করেছি। রাষ্ট্রপতি আমাদের দেশের প্রশাসনিক প্রধান, আমি তাকে ও তার চেয়ারকে সর্বদা সম্মান করি। যদিও তার এই সাফাইতেও বিতর্কের আঁচ কমেনি। শহীদ দিবসের পর থেকেই রীতিমতো রাজনৈতিক মহল উত্তপ্ত হয়ে রয়েছে নন্দীগ্রামে। যার উত্তাপ দিনের দিন বেড়েই চলেছে।
{ads}