header banner

ইসকন মায়াপুর দর্শনে অখিলেশ যাদব, বৃষ্টির কারনে বাতিল হলো গো-পূজা

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়া: রবিবার বিকেলে মায়াপুর ইসকন মন্দির পরিদর্শনে আসেন সমাজবাদি পার্টির নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। রবিবার মায়াপুর ইসকনে তাকে স্বাগত জানান ইসকন কর্তৃপক্ষ। সেখানে এসে প্রথমে তিনি বিশ্রাম নেন এবং তারপরে চন্দ্রোদয় মন্দিরে পুজা দেন এবং মন্দির পরিদর্শন করেন। 

{link}
এদিন এই মন্দিরে এসে তিনি কোনো রাজনৈতিক কথা না বললেও তিনি বলেন আমি প্রথম থেকেই ঠিক করেছিলাম পশ্চিমবঙ্গে আসলেই মায়াপুর ইসকন দর্শন করবো। তিনি বলেন শ্রী চৈতন্যমহাপ্রভু ও তার আদর্শে চলা মানুষের কথা শুনেছি তাই এবার পশ্চিমবঙ্গে এসে ইস্কনে এসে আশির্বাদ নিলাম। পাশাপাশি তিনি আরও বলেন এখানে এসে খুব ভালো লাগলো এই মন্দির দর্শন করে। এই মন্দিরে ভক্তদের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করা হয়েছে। এত বড়ো মন্দির খুবই ভালো লাগছে এখানে এসে। যদিও গো মাতার পুজার ব্যবস্থা ইসকনের পক্ষ থেকে করা থাকলেও বৃষ্টির কারনে সেই গো পুজা সম্ভব হয়নি। তবুও এই মন্দিরে এসে ও শ্রীকৃষ্ণের দর্শন পেয়ে যারপরনাই খুশি অখিলেশ যাদব। এদিনের অখিলেশ যাদবের এই সফর কে ঘিরে প্রশাসনের তরফে নজরদারি ও নিরাপত্তার ব্যাবস্থা  ছিল যথেষ্ট আঁটোসাটো।
{ads}

news ISKCON Mayapur Akhilesh Yadav West Bengal সংবাদ

Last Updated :