header banner

'অখিলের দোষ নেই, ওর উপর শুভেন্দুর পরিবারের জিন চেপে গেছে'- বিতর্কিত মন্তব্য মদনের

article banner

নিজস্ব সংবাদদাতা, কামারহাটি: কামারহাটি পৌরসভার এক অনুষ্ঠানে এসে অখিল গিরির রাষ্ট্রপতিকে কুন্তব্য প্রসঙ্গে অখিল গিরি সম্বন্ধে বিস্ফোরক ও বিতর্কিত মন্তব্য কামারহাটির বিধায়ক মদন মিত্রের। মঙ্গলবার রাতে মদন মিত্র এই বিষয়টি প্রসঙ্গে বলেন, রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মু দাঁড়ালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী দিতেন না আগেই বলেছেন। অখিলের কোন দোষ নেই। অখিলের ওপরে শুভেন্দুর পরিবারের জিন থেমে গেছে। শুভেন্দুরা যে ভাষায় কথা বলে অখিলের মুখ দিয়ে সেই ভাষা বেরিয়েছে। অখিল গিরি শুভেন্দুর মাসতুতো ভাই তো।তাই জিনটা এখানে কাজ করেছে। তার এই বিতর্কিত মন্তব্যের জেরে ফের নয়া বিতর্ক শুরু হয়েছে এই বিষয়টিকে ঘিরে। 

{link}
উল্লেখ্য বিষয়, নন্দীগ্রামে একটি পথসভায় দিন কয়েক আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রসঙ্গে টেনে একটি বিতর্কিত মন্তব্য করেন অখিল গিরি। তারপর থেকেই সেই বিষয়টিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। বিক্ষোভ ও প্রতিবাদ শুরু করে বিজেপি। গতকাল এই বিষয়টিকে কেন্দ্র করে সংবাদমাধ্যমে সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আবার নবান্নে একটি সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, অখিল গিরির এই বক্তব্যকে কোনভাবেই সমর্থন করছে না দল। বিষয়টি অল্প বিস্তর ঠান্ডা হওয়ার দিয়ে আসতে থাকলেও কার্যত তাতে ফের এক নতুন মাত্রা জুড়ে দিলেন মদন মিত্র। 
{ads}

news Akhil Suvendu Adhikari West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article