header banner

Alcohol Sells: মূল্যবৃদ্ধির কারণে ব্যবসায় ধাক্কা! দাম বাড়ায় রাজ্যে মদের বিক্রি কমল ২০ শতাংশ

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এর ফলে রাজকোষের ঘাটতি হয়তো কিছুটা কমবে কিন্তু বাড়বে মদ পিপাসুদের স্বাস্থ্য। বিশ্বের বহু দেশ বা রাজ্য যখন 'মদমুক্ত' দেশ বা রাজ্য বানাতে চাইছে তখন আমাদের রাজ্যে মদের দোকান বা বার বেড়েই চলেছে। যুবসমাজ ডুবছে অন্ধকারে। সেই অবস্থাতেই আয় বাড়ানোর জন্য ১ডিসেম্বর থেকে রাজ্য সরকার মদের উপর অতিরিক্ত শুল্ক বসিয়েছে। আর তাতেই কমেছে মদের বিক্রি। আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত মাস অর্থাৎ ডিসেম্বরে বাংলাজুড়ে ঠিক কত মদ বিক্রি হয়েছে সেই সংক্রান্ত হিসাব নিয়ে বসেন আবগারি দপ্তরের আধিকারিকরা। সেখানেই এহেন চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। দেখা যায়, ২০ শতাংশের বেশি পরিমাণ মদ বিক্রি কমেছে নভেম্বরের মাসের তুলনায়। তথ্য বলছে, গত বছরের ডিসেম্বর মাসে ৪৮,২৩,৭,০৩১ বোতল দেশি মদ বিক্রি হয়েছে। যা গত নভেম্বরের মাসের বিক্রির তুলনায় ২৫ শতাংশ কম। এদিকে ১,২০,৫৯,২৫৭ বোতল মদ নভেম্বর মাসে বিক্রি হয়েছিল। কিন্তু এই অবস্থা কেন, তা ইতিমধ্যে আবগারির দপ্তরের কর্তারা খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, যেখানে বছরের শেষ মাস ডিসেম্বরে রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয় রাজ্যে, সেখানে কেন উলাটপুরাণ।

{link}

   এর পিছনে মূল্যবৃদ্ধিই দায়ি! তাও নজরে রয়েছে কর্তাদের। তবে রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে এর প্রভাব পড়বে না বলেই মনে করছেন আবগারি দপ্তরের আধিকারিকরা। কারণ যাইহোক। আসল কথা কিছুটা হলেও মানুষ স্বাস্থ্য সচেতন হয়েছে।

{ads}

Alcohol Alcohol Price Hike Bengali News West Bengal West Bengal Alcohol Sells Alcohol Sells সংবাদ মদ মদ বিক্রি

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article