শনিবার আলিপুরদুয়ারের ফালাকাটাতে রয়েছে আদিবাসীদের গনবিবাহ অনুষ্ঠান। সকাল থেকেই প্রবল ব্যস্ততার মধ্যে চলছিল সেই অনুষ্ঠানের প্রস্তুতি। বেলা বাড়ার সাথে সাথে একে একে উপস্থিত হন সকল বর কনেরা। পূর্বে হওয়া ঘোষনা মতোই গনবিবাহের আসরে এসে যোগদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিবাহের অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষনের মধ্যেই সেখানে এসে উপস্থিত হন তিনি। এসে কার্যত প্রতিটি বিবাহের জোড়ার অভিভাবক হয়ে ওঠেন তিনি। প্রত্যেকের হাতে তুলে দেন উপহার, সাথে আগামী জীবনের শুভেচ্ছা জানিয়ে কুশল বিনিময় করেন সকল বর-কনের সাথে। এমনকি বিবাহরের আসরের পাশে বিয়ে উপলক্ষ্যে নৃত্য করছিলেন আদিবাসী মহিলারা। তাদের সাথেও পা মেলান তিনি। স্বাভাবিক ভাবেই ‘দিদি’-কে তাদের পাশে পেয়ে উচ্ছাসিত সকলে।
অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সেখানে থেকেই মমতা ব্যানার্জি চা শ্রমিকদের সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছেন। এর পাশাপাশি চা সুন্দরী প্রকল্পের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছেন তিনি। এর পাশাপাশি এদিন বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, তৃনমূল যা বলে তাই করে, কারুর কারুর মতো ভোটের সময়ে গিয়ে সাধারন মানুষের কথা মনে পড়ে না।
{ads}