প্রান বাঁচাতে লড়াই তাও আবার স্বয়ং নরখাদকের সাথে। জীবন বাঁচাতে টানা দশ মিনিট ধরে এক লেপার্ডের সাথে এই লড়াই করলেন এক মহিলা চা শ্রমিক। অবশেষে মহিলার অদম্য লড়াইয়ের কাছে হার মানে সেই লেপার্ড, পরাজয় স্বীকার করে রনে ভঙ্গ দেয় সে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার এগারোটা নাগাদ আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ভাতখাওয়া চা বাগানে। আর লড়াইয়ে জয়লাভ করা সেই মহীয়সী নারীর নাম লীলা ওঁরাও। সকালে নিত্যদিনের মতোই ভাতাখাওয়া চা বাগানের ১৫ নং সেকশনে কাজ করছিলেন লীলা দেবী। ঐ সময়ে প্রথমে সামনে থেকে ও তারপরে পেছন দিক থেকে আক্রমণ চালায় একটি লেপার্ড। লীলা ওরাঁও সাথে লেপার্ডের প্রায় দশ মিনিট লড়াই চলে অবশেষে পরাজিত হয় লেপার্ডটি ও পলায়ন করে । ঘটনায় আহত হলেও প্রানে বেঁচে গেছেন তিনি।
বাগানে কর্মরত অন্য চা শ্রমিকরা তৎক্ষণাৎ লীলা ওরাঁও কে উদ্ধার করে লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সন্দীপন সরকার বলেছেন এই মহিলা চা শ্রমিকের সাহসকে আমরা কুর্ণিশ জানাই। এছাড়াও তিনি জানিয়েছেন মহিলার চিকিৎসা চলছে তিনি সুস্থ আছেন। আলিপুরদুয়ারের এই সামান্য গ্রামবাসী আবারও একবার প্রমআন করলেন মনের জোর থাকলে স্বয়ং যমদূতকেও ফিরত পাঠানো সম্ভব।
