header banner

অষ্টমীতেই শেষ সব বই, হাওড়ায় রেকর্ড বই বিক্রি জাগো বাংলা বুক স্টলে

article banner

নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজোয় ঠিক যেমন দেখা যায় একাধিক খাবারের স্টল, তেমনই বেশ কিছু প্যাণ্ডেলের আশেপাশে চোখে পড়ে বুকস্টলও। যে বুকস্টলে একসময় সিপিআইএম-এর একছত্র আধিপত্য থাকলেও বর্তমানে বেশ ভালো পসার জমিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূলও। এই বছর দুর্গাপুজোয় হাওড়ার ২৫ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ এবং প্রাক্তন পৌরপ্রতিনিধি বিশ্বনাথ দাসের উদ্যোগে এই বছরের ১২ তমবর্ষে "জাগো বাংলা" বুক স্টল-২০২২-এ "জাগো বাংলা উৎসব সংখ্যাপ" সহ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্য মন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোকপাধ্যা০য় মহাশয়ার লেখা "মানবিক", "শিশু বেলা", "সে নেই" ,"আজব ছড়া", "অসহিষ্ণুতা" সহ ৩৬৫ দিন রাজনৈতিক গদ্য "রামবাম", "ঠাকুমার ঝুলি", "আনন্দমঠ", "গোপাল ভাঁড়", "পদ্মা নদীর মাঝি", "সুভাষ থেকে নেতাজী", "দাদাগিরি কুইজ", "মানবসাগর বিদ্যাসাগর", "আবোল তাবোল", "মহামান্য ওকার আশ্চর্য বিচার", "কি ভাবে বাংলা লিখবো"  এছাড়া আরও অন্যান্য বই মিলিয়ে প্রায় ১২০০-র অধিক বই ছিল। মতা বন্দ্যোংপাধ্যা য়ের কথা ও সুরে "বাংলা গান উৎসবের গান" সিডি ছিল ২০০ টি। মহাষষ্ঠীর দিন এই বুক স্টলটির উদ্বোধন হয়। সাফল্যের সাথে মহাষ্টমীর সন্ধ্যায় শেষ হয়ে যায় সকল বই।  প্রতি বছরের মতো এবারও হাওড়া শহরের সবথেকে বড় বুক স্টল এবং প্রায় সবথেকে বেশি সংখ্যক বই সম্মিলিত এই বুক স্টলটি এবারেও রেকর্ড সৃষ্টি করলো বলে মনে করছেন তৃণমূল কর্মীরা। নিজেদের বুকস্টল-এর সাফল্যে আনন্দে ও উচ্ছ্বাসে ফেটে পড়েছেন কর্মী সমর্থকেরা। কার্যত বলা চলে তাদের পুজোর আনন্দ বেড়েছে বেশ কয়েকগুন। 
{ads}

news Howrah Durga Puja Jago Bangla Trinamool Congress সংবাদ

Last Updated :