header banner

উলুবেড়িয়ায় চোর সন্দেহে গণপিটুনির জেরে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ, তদন্তে পুলিশ

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: চোর সন্দেহে 'গণপিটুনি'র জেরে এক ব্যক্তির মৃত্যুর ঘটনার চাঞ্চল্যকর অভিযোগ। রবিবার হাওড়ার উলুবেড়িয়ার গদাইপুর পশ্চিমপাড়ায় ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা সম্ভবপর হয়নি। আরও দুজনের সাথে স্থানীয় এলাকায় একটি ঘরে চুরি করতে ঢুকেছিল মৃত যুবক। গৃহস্বামী জেগে উঠলে দুজন পালিয়ে গেলেও সে ধরা পড়ে যায়। তারপরেই তাকে ধরে বেধড়প মারধর করা হয়। সেই গনপিটুনিতেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় উলুবেড়িয়া থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে ইতিমধ্যেই আটক করেছে। ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় এলাকা জুড়ে। পরিস্থিতি বুধে মুখে কুলুপ আঁটছেন অনেকেই।

{link}
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে গদাইপুর পশ্চিমপাড়ার বাসিন্দা এক গৃহস্থের বাড়িতে 'চুরি'র উদ্দেশ্যে ঢুকেছিল তিন দুষ্কৃতী। বাড়ির মালিক উঠে পড়লে দু'জন দুষ্কৃতী পালিয়ে যায়। একজন ধরা পড়ে। অভিযোগ, বাড়ির পাশে খেলার মাঠে নিয়ে গিয়ে তাকে মারধর করা হয় এবং দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। গণপিটুনিতেই এই মৃত্যু হয়েছে কিনা তা জানতে শুরু হয়েছে তদন্ত। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদেহটিকে দামোদরের বাঁধে রাস্তার উপর ফেলে রাখা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় উলুবেড়িয়া থানার পুলিশ। পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া হাসপাতালে পাঠায়। পুলিশ এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় উত্তেজনা রয়েছে।
{ads}

news Uluberia thief Crime West Bengal Howrah সংবাদ

Last Updated :