header banner

সরকারি সম্পত্তি ভেঙে বেচে দেয়ার অভিযোগ, চাঞ্চল্যকর ঘটনা নদীয়ায়

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়া: সরকারি সম্পত্তি ভেঙে বেচে দেয়ার অভিযোগে চাঞ্চল্য ছাড়ালো নদীয়া রানাঘাট থানার আনুলিয়া পঞ্চায়েতের বিদ্যকুল বাজার এলাকায়। সূত্রের খবর, বাম আমলে শুরু হওয়া প্রাণিসম্পদ বিকাশ কেন্দ্রের একটি পশু চিকিৎসালয় বেশ কয়েক বছর ধরে চিকিৎসক ও চিকিৎসাগত পরিকাঠামো না থাকার কারণে বন্ধ হয়ে পড়েছিল। অভিযোগ সেই পশু চিকিৎসালয়টিকে ভেঙে ফেলা হয়েছে। যার ফলে চরম ভোগান্তিতে এলাকার গবাদি পশুর মালিকরা।

{link}

হঠাৎ করে দিন কয়েক ধরে সেই গ্রামীণ পশু চিকিৎসালয় ভেঙে ভিত উপড়ে কে বা কারা ইট কাঠ কনস্ট্রাকশন এর সমস্ত জিনিসপত্র গাড়ি বোঝাই করে অন্যত্র বেচে দেয়ার অভিযোগ করছে। তবে কারা কেন এই ঘটনা ঘটাচ্ছে তা নিয়ে উঠেছে বিস্তর প্রশ্ন। অভিযোগ, জানা  নেই এলাকার মেম্বারের পঞ্চায়েত প্রধানও এ বিষয়ে কিছু জানে না। তবে পঞ্চায়েত প্রধান জানিয়েছে  এলাকার মানুষদের স্বার্থে গ্রামীণ গ্রামীন স্বাস্থ্যকেন্দ্র হতে চলেছে। তবে তিনি বিল্ডিং ভেঙ্গে বেচার বিষয়টা জানে না। সবকিছু তদন্ত নিয়ে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করার কথাও বলেছেন তিনি।

{ads}

news Nadia Government Property West Bengal সংবাদ

Last Updated :