header banner

Bardhaman : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  স্থানীয় তৃনমূল নেতা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ ১২ বছর সহবাস করেছেন। এখন বিয়ে করতে চাইলে প্রাণে মারার হুমকি দিচ্ছেন। এমনই অভিযোগ (Allegation) নিয়ে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন এক মহিলা।

{link}

বর্ধমান (Bardhaman) শহরের ২১ নম্বর ওয়ার্ডের তৃনমূল নেতা আকাশ সিংয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন ওই মহিলা। এই বিষয়ে বর্ধমান মহিলা থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ জমা নেয়নি বলে জানান অভিযোগকারিণী। ২১ নম্বর ওয়ার্ডের তৃনমূল নেতা আকাশ সিং(Akash Singh) প্রভাবশালী।

{link}

একাধিক অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার (arrested) করলে শাসক দলের নেতাদের অঙ্গুলিহেলনে পুলিশ আকাশ সিংকে ছেড়ে দেয় বলে জানান ওই মহিলা। অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।এই বিষয়ে ওই তৃনমূল নেতা আকাশ সিংয়ের সাথে যোগাযোগ করতে গেলে এই বিষয়ে কিছু বলতে চাননা বলে জানান তিনি।

{ads}

News Breaking News TMC Candidates West Bengal Allegation Bardhaman Women Akash Singh arrested Election Politics Politician Election Result সংবাদ

Last Updated :