header banner

Bagdogra : অবৈধ মদ তৈরির অভিযোগ, গ্রেফতার এক

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : অবৈধ মদ তৈরির অভিযোগ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে  সাফল্য  বাগডোগরা এক্সাইস সার্কেল এর ৷ একজনকে গ্রেফতার করা হয়। প্রচুর পরিমাণে স্পিরিট এবং নামি-দামি কোম্পানির নকল মদ সহ বিভিন্ন কোম্পানির নকল স্টিকার, বোতল এবং কার্টুন বাজেয়াপ্ত করা হয়েছে। 

{link}

ঘটনার বিষয় জানা গেছে, বাগডোগরার ভূট্টাবাড়ি এলাকায় গোপনে চলছিল নকল মদ তৈরি। সূত্রের খবর পেয়ে  ওই এলাকায় অভিযান চালানো হয় বাগডোগরা এক্সাইস সার্কেলের তরফে থেকে৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নকল মদ তৈরির বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় গ্রেফতার করা হয় পবন গুপ্তা নামে এক ব্যক্তিকে। তাকে জিজ্ঞাসাবাদ করে আবারো নয়া বস্তি এলাকায় অভিযান চালানো হয়। সেই স্থান  থেকেও প্রচুর পরিমাণ নকল মদ তৈরির সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে আবগারি দপ্তর।

{ads}

News West Bengal Bagdogra Bhuttabari area spirit fake wine Fake Sticker Bottle Bagdogra Excise Circle Paban Gupta confiscation investigation সংবাদ

Last Updated :