header banner

Chandannagar : আবাসিকের সঙ্গে খারাপ আচরনের অভিযোগ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : হোমে দেখাশোনার লোক নেই,কয়েক দিনের জন্য বাচ্চাদের বাড়ি নিয়ে যাওয়ার কথা বলতে মিটিং  এ ডাকা হয় অভিভাবকদের। হোমের দেখা শোনার দায়িত্বে থাকা ব্যাক্তি র বিরুদ্ধে হোমের এক আবাসিকের সঙ্গে খারাপ আচরনের অভিযোগ (Allegation) ওঠে ।এরপর থেকে ওই ব্যাক্তি আর হোমে আসেনি।

{link}

সে নিয়ে আবাসিক ও তাদের অভিভাবকদের ক্ষোভ ছিল ।  চলল ব্যাপক ভাংচুর ব্যাপক উত্তেজনা চন্দননগরের প্রবর্তক সেবা নিকেতন হোম। এরপর জেলা চাইল্ড প্রটেকশন অফিস (Office of Child Protection) থেকে লোকজন হোমে আসে। তারা বলেন মেয়েরা পড়াশোনা করছে না, মেয়েদের কয়েকদিনের জন্য বাড়ি নিয়ে যেতে হবে।এর পর তাদের আটকে বিক্ষোভ শুরু হয়।

{link}

পুলিশ র্যাছফ উদ্ধার করতে গেলে ঢিল ছোঁড়া শুরু হয় বলেও অভিযোগ। দুটি গাড়ি ভাঙচুর হয়।এর পরেই পুলিশ লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, আধিকারীকদের উদ্ধার করে।  অভিযোগ ঘটনায় আহত হয় প্রায় আট জন  আবাসিক মেয়ে। উত্তেজনা থাকায় চন্দননগর (Chandannagar) পুলিশের ডিসি এসিপি পদমর্যাদার অফিসারের ঘটনাস্থলে পৌঁছান।

{ads}

News Breaking NEWS West Bengal Chandannagar Office of Child Protection Allegation misbehavior resident Parents Protest সংবাদ

Last Updated :