header banner

সারমেয় হত্যার অভিযোগ, চাঞ্চল্য হাওড়ার শালিমার তিন নম্বর গেট এলাকায়

article banner

নিজস্য সনবাদদাতা,হাওড়া: সারমেয় হত্যার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো হাওড়ার শালিমার তিন নম্বর গেট এলাকায়। জানা গেছে, স্থানীয় একটি অভিজাত আবাসনের কয়েকজন বাসিন্দাদের বিরুদ্ধে তিনটি সারমেয়কে হত্যার অভিযোগ উঠেছে। বি গার্ডেন থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করেছে স্থানীয় মানুষ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। 
{link}
জানা গেছে হাওড়ার শালিমার তিন নম্বর গেট এলাকায় রয়েছে ওই আবাসন। সেখানেই রাস্তার কয়েকটি সারমেয় থাকতো দীর্ঘদিন ধরেই। যারমধ্যে তিনটি সারমেয়কে গত পরশু থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর আবাসনের অধিকাংশ বাসিন্দা ও পশুপ্রেমীরা খোঁজাখুঁজি শুরু করেন। এরপর দুপুরে ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে ঝোঁপ থেকে একটি সারমেয়র মৃতদেহ পাওয়া যায় পা ও মুখ বাঁধা অবস্থায়। এই ধরনের অমানুষিকতায় চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে। পশুপ্রেমীদের অভিযোগ, পূর্ব পরিকল্পিতভাবে সারমেয়টিকে খুন করা হয়েছে। আবাসনের মধ্যে সারমেয়গুলি খুন করে বাইরে ফেলে দেওয়া হয়েছে বলেই অনুমান। কয়েকজন আবাসিক এই ঘটনায় যুক্ত। ঘটনার সময় আবাসনের সিসিটিভি বন্ধ করে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। বি গার্ডেন থানায় এদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
{ads}
 

Howrah Shalimar Crime Dog News West Bengal সনবাদ

Last Updated :

Related Article

Latest Article