header banner

টাকার বিনিময়ে আবাস যোজনায় নাম তোলার অভিযোগ, আশা কর্মীর বাড়ি ঘিরে বিক্ষোভ বারুইপুরে

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: আবাস যোজনা নিয়ে দিকে দিকে বিক্ষোভের ঘটনা নতুন কিছু নয়। কিছু কিছু জায়গায় টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের নাম ঢুকে যাচ্ছে আবাস যোজনায়। আবার অনেক ক্ষেত্রে যোগ্য ব্যক্তিরা বারবার আবেদন করেও মাথা গোঁজার ঠাঁই টুকুও পাচ্ছে না। দিনের পর দিন আবাস যোজনা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্নীতির খবর উঠে আসছে। বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনার বারাইপুরে ধপধপি ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুমোরহাট মিরপাড়ায়তে আবাস যোজনা দুর্নীতির আঁচ। দুর্নীতি অভিযোগে আশা কর্মী বাড়িতে চড়াও হয় আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের দাবি টাকার বিনিময়ে আশা কর্মী অযোগ্য ব্যক্তিদের নাম এই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করেছে। যদিও এই আর্থিক লেনদেনের কথা অস্বীকার করেছে আশা কর্মী। 

{link}
এই প্রসঙ্গে আশা কর্মী সাবিনা বেগম বলেন, সার্ভে করার সময় বিডিও অফিস থেকে অফিসাররা এসে বেশ কয়েকজনের নাম তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে। যদিও এই আশা কর্মীর কথায় মানতে নারাজ বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের দাবি আর্থিক লেনদেনের পড়ে আশা কর্মী অযোগ্য ব্যক্তিদের নামে তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করেছে। এলাকাবাসীদের দাবি, দ্রুত এই দুর্নীতির তদন্ত করা উচিত। দুর্নীতির সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক প্রশাসন। স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী আমিন ঢালি জানান, এই লিস্ট সম্পর্কে তার জানা নেই। এই বিষয় তিনি প্রধানের সাথে কথা বলে যে সকল নাম বাদ গিয়েছে সে সকল ব্যক্তিদের সঙ্গে নিজস্ব সহযোগিতায় যতটা সাহায্য করা সম্ভব সাহায্য করবো। যদিও এই আবাস যোজনা দুর্নীতি নিয়ে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি।
{ads}

news PM Awas Yojna South 24 West Bengal সংবাদ

Last Updated : 2 years ago