header banner

রামনবমীর মিছিলে হামলার অভিযোগ, রণক্ষেত্র শিবপুরে নামানো হল র‍্যাফ

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: ২০২২-এর পর ২০২৩-এও একই ছবি। পুনরায় রাম নবমীর দিন উত্তপ্ত হাওড়া। রামনবমীর মিছিলে হামলার অভিযোগ, ঘটনাস্থল শিবপুর থানা এলাকা। ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনাস্থলের অগ্নীগর্ভ অবস্থা দেখে র‍্যাফ নামানোর নির্দেশ দেওয়া হয় পুলিশ প্রশাসনের তরফে। ঘটনাটির কারনে কার্যত রনক্ষেত্র হয়ে উঠেছে হাওড়ার শিবপুর। 

{link}

 একদিকে যখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাওড়ার রামরাজাতলায় রামনবমীর শোভাযাত্রায় অংশ নিয়েছেন তখনই অন্যদিকে হাওড়ার শিবপুরে রাম সেনানির মিছিলের উপর হামলার অভিযোগ উঠেছে। রামনবমী উপলক্ষে অঞ্জনি পুত্র সেনার তরফ থেকে বৃহস্পতিবার বিকেলে এক ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়েছিল। ওই শোভাযাত্রা কিছুটা দূরে এলে মিছিলে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ ওঠে। কয়েকজন আহত হন বলে খবর পাওয়া গেছে। মুহুর্তের মধ্যে এলাকার পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। ইট বৃষ্টি শুরু হয়। বোতল ছোঁড়ারও ঘটনা ঘটে। বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয়। এলাকায় ছুটে আসে পুলিশ ও র‍্যাফ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। কারা এই হামলা চালালো তা পুলিশ খতিয়ে দেখছে। দুষ্কৃতীদের খোঁজে চলছে চিরুনী তল্লাশি। 

{ads}

News Howrah West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article