header banner

C. V. Ananda : রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : কলকাতার হেয়ার স্ট্রিট থানায় পুলিশের সঙ্গে অভিযোগ করতে গেলেন অভিযোগকারিণী। ২০১৯ সাল থেকেই রাজভবনেই অস্থায়ী কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন অভিযোগকারিণী। রাজভবনের হোস্টেলে থাকতেন তিনি । ২০২২ সালে রাজ্যপাল হিসেবে মনোনীত হয়ে রাজভবনে আসেন সিভি আনন্দ বোস । সূত্র মারফত জানা যাচ্ছে দুবার শ্লীলতাহানির স্বীকার হয়েছেন ওই মহিলা , প্রথমবার গত সপ্তাহে এবং দ্বিতীয়বার আজ সন্ধ্যেবেলা ।

{link}

বৃহস্পতিবার সন্ধেবেলা রাজভবনের কর্মী ওই মহিলা রাজভবনের অফিসার ইনচার্জের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানান। গত কয়েক দিন ধরে রাজ্যপাল তাঁকে কু-ইঙ্গিত করছিলেন এবং আজ সন্ধেয় চেম্বারে ডেকে পাঠিয়ে অশালীন আচরণ করেন এবং অভিযোগকারীনির সেই ব্যবহার ভালো লাগেনি বলে অভিযোগ করেন ওই মহিলা। খবর পেয়ে রাজভবনে পৌঁছয় হেয়ার স্ট্রিট থানার পুলিশ।

{link}

রাজভবন থেকে অভিযোগকারিণীকে থানায় আনা হয়। এবং হেয়ার স্ট্রিট থানায় উপস্থিত হন কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা এবং উল্লেখ্য ডিসি সেন্ট্রাল তিনি নিজে থানায় গিয়ে জিজ্ঞাসাবাদ করেন ওই মহিলাকে। এবং তারপরই অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই মহিলা থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করেন ।শুধু শ্লীলতাহানির অভিযোগই নয় তাঁকে বিশ্ববিদ্যালয় অথবা  রাজভবনে চাকরি দেওয়া হবে বলেও রাজ্যপাল প্রতিশ্রুতি দেন। রাজভবনের পিসরুমের কর্মীর এই অভিযোগ গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। এবং থানায় যে অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগ পত্র সঙ্গে সঙ্গেই লালবাজারে পাঠিয়ে দেওয়া হয়।

{ads}

News West Bengal molestation governor C. V. Ananda Bose Raj Bhavan Kolkata Hare Street Police Station Officer in charge bad sign Lalbazar Election Election 2024 Politics Politician Vote

Last Updated :