header banner

প্রধানমন্ত্রী আবাস যোজনায় স্বজনপোষনের অভিযোগ এবার হাওড়ায়, মাকড়দহ ১ নং পঞ্চায়েতে বিক্ষোভ

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: প্রধানমন্ত্রীর আবাস যোজনার খসড়া তালিকায় যোগ্য প্রাপকরা বঞ্চিত কেন? যাদের প্রকৃত প্রয়োজন তাঁদের নাম নেই সেই তালিকায়। উল্টে তালিকায় নাম রয়েছে যাদের, তাঁরা এই প্রকল্পের সুবিধা লাভের যোগ্য নন বলে অভিযোগ। এবার প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগের আঁচ হাওড়ার ডোমজুড়ে। শাসকদলের বিরুদ্ধে এই নিয়ে স্বজনপোষণের অভিযোগ তুলে বুধবার সকালে হাওড়ার মাকড়দহ ১ নং পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি নেতৃত্ব। পঞ্চায়েত অফিস ঘেরাও করা হয়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

{link}

এই বিক্ষোভ সম্পর্কে বিজেপির অভিযোগ, প্রকৃত প্রাপকদের নাম বাদ দিয়ে শাসক ঘনিষ্ঠ বা তাদের আত্মীয়দের নাম ঢোকানো হয়েছে প্রধানমন্ত্রীর আবাস যোজনার খসড়া তালিকায়। স্বাভাবিকভাবেই পঞ্চায়েত ভোটের আগে এই নিয়ে হাওড়ার মাকড়দহে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। সকালে একাধিক বিজেপি কর্মী সমর্থক ও সাধারন মানুষ এসে মাকড়দহ ১ নং গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে এসে বিক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ শুধুমাত্র বিজেপি কর্মী বলে তাদের একাধিক ক্ষেত্রে বঞ্চিত করা হয়। রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকা 

{ads}

news PM Awas Yojna Howrah Makardaha corruption

Last Updated :