header banner

Mathurapur : তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ভোটের দিন মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট ও এলাকার সন্ত্রাস চালানোর অভিযোগ তুলেছিল বিজেপির। বিজেপির অভিযোগে সোমবার কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের আড্ডির মহল এলাকায় ২৬ নম্বর বুথে পুনরায় নির্বাচনের সিদ্ধান্ত নেয় রাজ্যের নির্বাচন কমিশন। সকাল থেকেই ভোট গ্রহণ কেন্দ্রের সামনে লম্বা লাইন ছিল ভোটারদের কড়া নিরাপত্তা বলায় মুড়ে ফেলা হয়েছিল ওটা এলাকা।

{link}

কিন্তু বেলা সঙ্গে সঙ্গে এই বুথে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী অশোক পুরকাইত। তিনি বলেন বুথের মধ্যে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দিয়ে দেদার ছাপ্পা চালাচ্ছে তৃণমূলের লোকজনেরা। এই অভিযোগ পাওয়ার পর এই বুথে ছুটে আসেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকাইত। অশোক পুরকাইত তিনি বলেন, ভোটের দিনও মথুরাপুর লোকসভা কেন্দ্রের বহু এলাকায় সন্ত্রাস চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

{link}

সেই ঘটনার আবারো পুনরাবৃত্তি করল। যদিও মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বাপি হালদার তিনি বলেন, মানুষ বিজেপির পাশে নেই। মানুষ উন্নয়নের নিরিখে ভোট দিচ্ছে মিথ্যা অভিযোগ করছে। এখানে খুব শান্তিপূর্ণভাবেই ভোট চলছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবেই তাদের ভোট দিচ্ছে।

{ads}

 

News Breaking News TMC West Bengal Mamata Banerjee CM BJP PM Modi Mathurapur Allegations Kakdwip Vidhan Sabha Suryanagar Gram Panchayat Booth CCTV Vote Voter Election Election 2024

Last Updated :