header banner

কাঁথিতে শুভেন্দুর সভার আগে ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ, উত্তপ্ত বাতাবরণ

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: বুধবার বিজেপি মেগা জনসভা। মাত্র কয়েক ঘন্টা বাকী। কিন্তু তার আগেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য কাঁথি শহর জুড়ে। বিস্তীর্ণ এলাকায় বিজেপি ফ্লাগ ও ফেস্টুন মুড়ে ফেলা হয়েছে। রবিবার গভীর রাতে কাঁথি শহরের জুনপুট মোড় সংলগ্ন এলাকায় বিজেপির ফ্লাগ ও  ফেস্টুন ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠলো দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। বিজেপি পক্ষ থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগ তোলা হয়েছে। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। 

{link}
সূএের খবর,  আগামী ২১ শে ডিসেম্বর, বুধবার বিজেপির মেগা জনসভা রয়েছে কাঁথির রেল মাঠে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও একাধিক বিধায়ক থেকে সাংসদ উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। জনসভা প্রস্তুতি হিসাবে কাঁথি শহর সহ বিস্তীর্ণ এলাকায় ফ্লাগ ও ফেস্টুন মুড়ে ফেলা হয়। রবিবার গভীর রাতে কাঁথি শহরে জুনপুর মোড়ে বিজেপি ফ্লেক্স ছিড়ে ফেলার অভিযোগ উঠলো। সোমবার সকালে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এনিয়ে কটাক্ষ করেছে বিজেপি। কাঁথি শহর বিজেপি নগর মণ্ডলের সভাপতি তথা কাঁথি পুরসভা কাউন্সিলর সুশীল কুমার দাস বলেন " এটা তৃণমূলের কালচার। শুধু কাঁথি শহর নয় সারা রাজ্যে তৃণমূলের পাশে কেউ নেই। শুধুমাত্র পুলিশ আর কয়েকজন লুঙ্গি বাহিনী রয়েছে। সাধারণ জনগণ বিজেপির সঙ্গে রয়েছে। ২১ শে ডিসেম্বর সভা বানচাল  করার জন্য চেষ্টা চালাচ্ছে তৃণমূল। কিছু করতে পারবে না। পুলিশকে জানাবো না অভিযোগ। এটা মমতার পুলিশ। পুলিশ কিছু করতে পারবে না "।

প্রত্যুত্তরে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন শাসক দল তৃণমূল কংগ্রেসও। কাঁথি শহর যুব তৃণমূলের সভাপতি সুরজিৎ নায়ক বলেন " এই ঘটনা সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনভাবেই যুক্ত নয়। এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব কারণে ঘটনা। যদি তৃণমূল কংগ্রেস তেমন কাণ্ড ঘটাতো তাহলে থানায় অভিযোগ জানালেন না কেন?  পুলিশকে অভিযোগ জানালেই তারাই নিজেরাই ফাঁসবে। তাই মিথ্যা অভিযোগ করছেন "।
{ads}

news East Midnapore Kontai Suvendu Adhikari BJP সংবাদ

Last Updated :