header banner

West Bengal: স্কুলের পড়ুয়াদের বই খাতা বিলি করে বলে অভিযোগ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  আগামী ১৩ তারিখ রাজ্যে ৬টি কেন্দ্রে উপ নির্বাচন। সব দলই দুর্বার গতিতে নেমে পড়েছে নির্বাচনী প্রচারে। এরই মধ্যে বিজেপির সুভাষ সরকার অভিযোগ করলেন, স্কুলের পড়ুয়াদের বই খাতা বিলি করে প্রার্থী আচরণবিধি ভঙ্গ করেছেন। গতকাল ইন্দপুর ব্লকের ঝরিয়া গ্রামে প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু। স্থানীয় এলাকার কচিকাচাদের মধ্যে বই ও খাতা বিতরণ করে বলে অভিযোগ।

{link}

বই খাতা বিতরণের একাধিক ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। এই ঘটনাকে নির্বাচনী বিধি ভঙ্গ বলে দাবি করে সরব হয়েছেন তিনি। তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে চলেছেন বলেই জানিয়েছেন।বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, তিনি জানেন যে এতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হচ্ছে, তবুও তিনি ভোটের জন্য এই কাজ করেছেন। সুভাষ সরকার এই বিষয়ে অভিযোগ জানায় সাংবাদিকদের। যদিও, প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু।

{link}

তাঁর বক্তব্য, প্রচারে গিয়ে তিনি বই খাতা বিতরণ করেননি। সেখানে দলের প্রচারমূলক লিফলেট বিতরণ করা হয়েছে। তবে সেখানে প্রচার সেরে চলে আসার পর কী হয়েছে তা তাঁর জানা নেই। এখন দেখার নির্বাচন কমিশন এই ব্যাপারে কি পদক্ষেপ নেন।

{ads}

news breaking news West Bengal news Indupore vote politics politician সংবাদ

Last Updated : 5 months ago