নিজস্ব সংবাদদাতা, হাওড়া: পুনরায় প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘিরে বিক্ষোভের কারনে শিরোনামে হাওড়ার নাম। শুক্রবার প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির প্রতিবাদে সাধারণ বঞ্চিত মানুষকে সাথে নিয়ে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিজেপি। ঘটনাটি ডোমজুড় বিধানসভা কেন্দ্রের দক্ষিণ ঝাপরদাহ পঞ্চায়েত অফিসে। আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে এমন দাবি তুলেই এদিন পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। প্রথমে জানালা দিয়ে কাজ হচ্ছিল, তখন জানালা বন্ধ করে দেয় প্রতিবাদকারীরা। পরে পঞ্চায়েত প্রধান এলে তাকেও ঢুকতে দিতে বাধা দেওয়া হয়। তাকে আটকেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকারিরা। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় ডোমজুড় থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। এখনও সুরক্ষার খাতিরে পুলিশ মোতায়েন করা রয়েছে দক্ষিন ঝাপরদাহ পঞ্চায়েত অফিসে।
{ads}