header banner

আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে, সাঁকরাইল বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ এনে সাঁকরাইল বিডিও অফিস ঘেরাও এবং বিক্ষোভ। সাধারন মানুষের বিক্ষোভে অংশগ্রহন করে বিক্ষোভ কর্মসূচি বামেদের। বৃহস্পতিবার বিকেলে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে আন্দোলনে সামিল হয় বাম নেতৃত্ব। বিডিও অফিসের গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করা হয়। বাধা দিলে পুলিশের সাথে বচসা বাধে। সিপিআইএম জেলা সম্পাদক দিলীপ ঘোষ জানান শাসক দল প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা সামনে আনছে না। অবিলম্বে তা প্ৰকাশ করতে হবে।যেসমস্ত গরীব মানুষ আবাস যোজনায় টাকা পাবার যোগ্য তাদের না দিয়ে স্বজনপোষন হয়েছে।এছাড়াও একশ দিনের কাজের বকেয়া টাকা বহু গরীব মানুষ পায়নি।তাদের টাকা দিতে হবে।দিলীপ বাবু জানান এছাড়াও তাদের আরো কিছু দাবী রয়েছে।সবকিছু জানিয়ে ডেপুটেশন দেওয়া হয়েছে বিডিও অফিসে।তাদের দাবী না মানলে বড়সড় আন্দোলনে নামবেন তারা।

{link}

স্থানীয়দের অভিযোগ, যারা বাস্তবিকভাবে বঞ্চিত তাদের আবাস যোজনার তালিকায় নাম নেই। সেই প্রসঙ্গে বিডিও অফিসে কথা বলতে গেলে প্রশ্ন করা হয় তারা কোন পার্টি করে? এহেনে প্রশ্ন শুনেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়েরা। প্রতিবাদে অগ্নীগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। সরকারি প্রকল্পে এহেন রাজনৈতিক হস্তক্ষেপ কখনোই মেনে নেওয়া চলে না। 

{ads}

news Howrah Sankrail Protest West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article