header banner

তবে কি সান্টা ক্লজের উপহারও ভার্চুয়াল ?

করোনা সংক্রমণকে রোধ করতে এবার অভিনব পদ্ধতিতে বড়দিন পালনের উদ্যোগ নিল রাজ্য সরকার। পার্কে প্রতিবছর বড়দিনের যে উদ্বোধনী অনুষ্ঠান পালন করা হয়, তা এবার ভার্চুয়াল পদ্ধতিতে পালন করা হবে বলে নির্দেশ দিল নবান্ন। {ads}
ডিসেম্বর মাস মানেই একের পর অনুষ্ঠানের পর্ব। বড়দিন থেকে শুরু করে নতুন বছরের আহ্বান সবটুকুই পালন করা হয় জাঁকজমক করে। বর্তমানে করোনা পরিস্থিতে সবটুকুই স্তব্ধ হয়ে যাওয়ার পর্যায়ে গিয়েছে বললেই চলে। তবে আনলক প্রক্রিয়া শুরু হবার পর ধীরে ধীরে মানুষ স্বাভাবিক জীবনে ফিরছে। তাই, একটু সতর্কতা মেনে চলা প্রতিরোধ করতে পারে নতুন করে সংক্রমণের মাত্রাকে। সেই জন্যেই, কড়া কোভিড বিধি মেনে এবছর ভার্চুয়াল পদ্ধতিতে বড়দিন এবং নতুন বছর পালনের নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার। পুলিশী সূত্রের খবর, ডিসেম্বরের প্রথম থেকেই পার্কস্ট্রিট, শেক্সপিয়ার সরণি, ক্যামাক স্ট্রিট এবং নিউ মার্কেট সহ মধ্য কলকাতার বিভিন্ন জায়গায় শারীরিক দুরত্ব বজায় রাখার নির্দেশনা দেওয়া হবে প্রশাসনের তরফ থেকে। পুরো বিষয়টা নজরদারির মধ্যে রাখা হবে বলে জানিয়েছেন তারা। ভিড় নিয়ন্ত্রণের জন্যে মোতায়েন করা হবে বিশাল পুলিশ বাহিনী। পার্কস্ট্রিটের বিভিন্ন জায়গায় নির্মাণ করা হবে ওয়াচ টাওয়ার। ফ্লাইওভার গুলোতে লাগানো হবে ভিউ ব্রেকিং পর্দা। ইতিমধ্যেই ইউরোপের বিভিন্ন দেশগুলিতে করোনার দ্বিতীয় আক্রমণে বিপর্যস্ত হয়েছে স্বাস্থ্য এবং অর্থনৈতিক ব্যবস্থা। তাই নিয়মের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে বড়দিন ও নতুন বছর পালন।
কলকাতার রেস্তোরাঁ এবং চার্চ গুলোতে স্যানিটাইজারের ব্যবহার এবং মাস্ক পরা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। বিশ্বের অন্যান্য দেশগুলির মতো পশ্চিমবঙ্গেও নির্ধারণ করে দেওয়া হয়েছে বেশকিছু বিধিনিষেধ। তবে, এই বিধিনিষেধ মেনে কতোটা সংক্রমণ রোধ করা সম্ভব হবে তার উত্তর দেবে আগামী দিনগুলি। {ads}

Allen Park Park Street Camak Street Shakespeare Sarani Kolkata Christmas New Year Celebration Covid situation West Bengal

Last Updated :