header banner

Humayun Kabir : চিকিৎসকদের উপর হামলার ইঙ্গিত, হুমায়ুন কবিরের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর আছেন নিজের মেজাজে। তিনি কখনোই রাখ-ঢাক করে কথা বলেন না। এবারও বলেন নি। জুনিয়র চিকিৎসকদের (Junior doctors) কর্ম বিরতি নিয়ে তিনি মুখ খুলেছেন। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পরেও কর্মবিরতির সিদ্ধান্তে অনড় জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্যভবনের সামনে অবস্থানে আন্দোলনকারীরা।

{link}

এই পরিস্থিতিতে বুধবার আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধে সুর চড়ান মুর্শিদাবাদের (Murshidabad) ভরতপুরের (Bharatpur) তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। বলেন, "যেকোনও মৃত্যুই দুঃখজনক। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নির্যাতিতার দোষীদের কঠোরতম শাস্তি আমরাও চাই।আন্দোলনকারীদের দাবি মেনে সিবিআই তদন্তও হচ্ছে। তা বলে আন্দোলনকারী চিকিৎসকরা দিনের পর দিন কর্মবিরতি পালন করে যাবেন, এই জিনিস আর বরদাস্ত করব না।”

{link}

এর পরেই ডাক্তারদের হুমকি দিয়ে তিনি বলেন, ''পাবলিক মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবেন কেন? ডাক্তারদেরও ঘেরাওয়ের অধিকার সংবিধান আমাদের দিয়েছে।” ব্যাস, এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে চর্চা। শঙ্কিত হয়ে উঠেছেন চিকিৎসক মহল। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (Indian Medical Association)। তাঁদের কথায়, বিধায়কের মন্তব্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশি পদক্ষেপের আর্জি করেছেন চিকিৎসকরা।

{ads}

News Breaking News Humayun Kabir Bharatpur Tilottama R G Kar R G kar Incident Supreme Court CBI Sandeep Ghosh Doctor Rape Justice For R G Kar Doctor rape West Bengal CM Mamata Banerjee

Last Updated :