শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ইদানিং ভিন রাজ্যে বিশেষ করে দিল্লিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের প্রতিবাদে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এবার মুখ খুললেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমর্ত্য সেন বলেন, “শুধু বাঙালি নয়, দেশের যে কোনও প্রান্তের মানুষ যদি অন্য কোথাও হেনস্থার শিকার হন, তা কখনও সমর্থনযোগ্য নয়।“ তিনি আরও বলেন, “বাঙালিদের উপর যদি অত্যাচার হয় বা অবহেলা করা হয়, তাতে আমাদের আপত্তি থাকবে। কিন্তু এটা শুধু বাঙালিদের বিষয় নয়।
{link}
ভারতের যে কোনও নাগরিক যদি অন্য রাজ্যে গিয়ে অবহেলিত হন বা নির্যাতিত হন, আমাদের সেই ঘটনাতেও একই আপত্তি থাকবে।“ সংবিধানকে উদ্ধৃত করে তিনি বলেন, ভারতের নাগরিকদের গোটা দেশেই অধিকার রয়েছে। কোনও একটি আঞ্চলিক সীমায় তা আটকে নেই। তাই এই ধরনের ঘটনা সমর্থন করেন না তিনি। কর্মসূত্রে বিদেশেই থাকেন অমর্ত্য সেন। সম্প্রতি দেশে ফিরেছেন তিনি।
{link}
বৃহস্পতিবার বীরভূমে নিজের বাড়ি ‘প্রতীচী’তে ফিরেছেন তিনি। সেখানেই পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগের বিষয়ে কথা বললেন। এদিন বাংলা ভাষার গুরুত্বও তুলে ধরেন নোবেলজয়ী। তাঁর কথায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এই ভাষায় মূল্যবান সাহিত্য উপহার দিয়েছেন। সেই ভাষার মর্যাদা অস্বীকার করা যায় না বলেই মন্তব্য করেন তিনি। জাতি-ধর্ম-ভাষা নির্বিশেষে মানবাধিকার রক্ষা এবং ভাষার প্রতি সম্মান প্রদর্শনে এদিন বার্তা দিলেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
{ads}