header banner

কামারহাটিতে লরির সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: ব্যারাকপুরে যাওয়ার পথে কামারহাটিতে লরির সাথে মুখোমুখি সংঘর্ষের কারণে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স। দুর্ঘটনার কারণে আগুন লেগে যায় লরিটিতে। দ্রুত খবর দেওয়া হয় দমকলে, দমকলবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘটনাটির কারনে ৬ জন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। 

{link}

সূত্রের খবর, আড়িয়াদহ থেকে এক রোগীকে নিয়ে বি টি রোড ধরে বারাকপুরের দিকে যাচ্ছিল কামারহাটি পৌরসভার অ্যাম্বুলেন্স। হঠাৎ করে পানিহাটি স্বদেশী মোড় এর কাছে একটি লরির সঙ্গে সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সটির। সংঘর্ষের ফলে লরিতে আগুন ধরে যায়। বি টি রোডের উপর দাউ দাউ করে জ্বলতে থাকে লরি। ঘটনাস্থলে দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। দুর্ঘটনায় আহত হয়েছেন মোট ৬ জন। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। আহতদের খরদহ বলরাম হাসপাতাল ও সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে খড়দহ থানার বিশাল পুলিশবাহিনী। লরি সহ অ্যাম্বুলেন্সটিকে উদ্ধার করেছে খরদহ থানার পুলিশ ।

{ads}

news Kamarhati accident West Bengal সংবাদ

Last Updated :