দুদিনের বাংলা সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী আমিত শাহ। প্রধাণত লড়াইয়ের ময়দানে ভিত পাকা করতেই তার এই সফর। বৃহষ্পতিবার বাঁকুড়ায় মতুয়া সম্প্রদায়ের এক বাড়িতে মধ্যাহ্ন ভোজন শেষ করে বিকেলে কলকাতায় ফেরেন তিনি। আজকের কর্মসূচি কলকাতায়। তাই দিনের সূচনা করলেন দক্ষিনেশ্বরে মা ভবতারিনীর আরাধনার মাধ্যমে। আজ সকালে মায়ের মন্দিরে পূজা এবং আরতি সারলেন তিনি। আরতি শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অমিত শাহ। {ads}
তিনি সংবাদ মাধ্যমকে জানান, বাংলার সব থেকে সিদ্ধ জায়গা হল দক্ষিনেশ্বরের মায়ের মন্দির। এই যায়গার সাথেই আন্তরিক ভাবে যুক্ত ছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, ঋষি অরবিন্দ এবং আরও অনেক মনিষীবৃন্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বাংলা যাতে তার পূর্বের গৌরব ফিরে পায় সেই বিষয়েই আস্থা জানিয়েছেন তিনি। এই পবিত্র জায়গা রাজনীতির মতো হিংস্র বিষয়ের সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তাই তিনি বাংলার প্রত্যেকটি মানুষকেই সমীচীন বিষয়টিকে বেছে নেওয়ার পরামর্শ দেন।
অমিত বাবুর দুদিনের বাংলা সফরে আজকের প্রধান কর্মসূচি হল সল্টলেকের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে উত্তর ও দক্ষিণ ২৮ পরগনা, কলকাতা এবং হাওড়া জেলার নেত্রীবৃন্দের সঙ্গে বৈঠক। এই দুদিনের বাংলা সফরকেই জনসংযোগ বৃদ্ধির মূল হাতিয়ার হিসেবে ব্যাবহার করতে চাইছে বিজেপি। অন্যদিকে তৃণমূলও যথা সাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজের মাটি ধরে রাখার। তাই শাহ বাবুর এই সফর বাংলার ভবিষ্যৎ নির্ধারনের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলতে পারে সেটাই দেখার বিষয়। {ads}