header banner

"শাহী" দরবার

article banner

কয়েক মিনিটের একটা সভা, তাতেই বাইশ বছর ধরে তৈরি হওয়া বর্তমানে বঙ্গের অন্যতম শক্তিশালী দলের মূল ভীতের চিড় পরিণত হল বৃহত্তর ফাটলে, বদলে গেল বর্তমানে রাজ্যের রাজনৈতিক চিত্র। রাজ্যে মেদনীপুরের কলেজ ময়দানের অমিত শাহের এই সভাতে যে বহু তৃনমূলের মন্ত্রী ও বিধায়ক বিজেপিতে যোগ দিতে চলেছেন তার ইঙ্গিত বহু আগে থেকেই দিয়ে আসছেন বিজেপির রাজ্য নেতৃত্বেরা। আজ অমিত শাহের সভায় কার্যত যেন চাঁদের হাট। মূল আকর্ষন ছিল অবশ্যই শুভেন্দু অধিকারীর দলবদল। আজকের এই সভার পরেই কার্যত তৃনমূলের তুলনায় বেশ কয়েকগুন শক্তি বৃদ্ধি পেল বিজেপির। অমিত শাহের দেওয়া প্রতিটা হুঙ্কার এখন সত্যিই রাজ্যে বাস্তবায়িত করার মতো শক্তি সংগ্রহ করে তুলেছে তারা। 
আজকের সভায় বিজেপিতে যোগদান করেছেন ১ জন এমপি, ৯ জন এমএলএ, ১ জন প্রাক্তন মন্ত্রী, ১৫ জন কাউন্সিলার, ৪৫ জন চেয়ারম্যান ও ২ জন জেলা পঞ্চায়েতের অধ্যক্ষ। যার মধ্যে উল্লেখযোগ্য কিছু নাম সুনীল মন্ডল(বর্ধমান পূর্ব), দশরথ তিরকে, তাপসী মন্ডল(হলদিয়া), অশোক দিন্দা(তমলুক), বনশ্রী মাইতি(কাঁথি উত্তর), দীপালী বিশ্বাস, শীলভদ্র দত্ত(ব্যারাকপুর), সৈকত পাঁজা, সুকরা পান্ডা ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আজ সভায় অমিত শাহ মন্তব্য করেন, এটা তো সবে শুরু, ভোট আসতে আসতে শুধুমাত্র দিদিই পড়ে থাকবেন। যার ফলে কার্যত এক কথায় অমিত শাহের এই সভা প্রমান করে দিল ২০২১-এর ভোটে একটা অঘটন ঘটার বিপুল সম্ভাবনা রয়েছে। “উনিশে হাফ, একুশে সাফ” বিজেপির এই স্লোগানকে বাস্তবায়িত করার দিকেই ক্রমশ এগিয়ে যাচ্ছে আর সেই স্লোগান যদি ভোটের পরে বাস্তবায়িতও হয়ে যায় তাতেও বিশেষ অবাক হওয়ার কিছু নেই।   
 

Amit Shah Subhedu Adhikari Dilip Ghosh TMC BJP Politics Mednapur Shilbhadra Dutta West Bengal Election India

Last Updated :