২০২১ –এর বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির ভীত মজবুত করতে ফের বাংলা সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সভাপতি জে পি নাড্ডা। আজ সকালে দিল্লীতে স্ট্যান্ডিং কমিটির হোম অ্যাফেয়ার্সের মিটিং-এ যোগদান দিতে যাওয়ার সময় এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। {ads}
গতকাল কংগ্রেস এবং বামেদের জোট বিষয়ক মিটিং-এর কথা জিজ্ঞেস করলে দিলীপ বাবু গতবারের জোটের উল্লেখ করে তাদের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা টেনে আনেন। তিনি জানান, গতবারের ৩০ থেকে ৩২ শতাংশ ভোট কমে গিয়ে বর্তমানে দাঁড়িয়েছে ১৩ শতাংশতে। তাই স্বাভাবিক ভাবেই অধীর ও বিমানের জোটের ওপর থেকে মানুষের আস্থা কমছে বলে তিনি জানিয়েছেন। পশ্চিমবঙ্গের লোক পিছনে তাকাতে চায়না। ফলত, সবাইকে সুযোগ করে দিয়ে চাইলে সেই আশা পুরণে জোট ব্যার্থ হয়েছে বলে মনে করেন তিনি। তাই, পুরানো কাসুন্দি না ঘেঁটে মানুষ উন্নয়নকে আলিঙ্গন করে নিতে বিকল্প হিসেবে ভারতীয় জনতা পার্টিকেই বেছে নিতে চাইছেন। ফলস্বরুপ, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি পরিকল্পনাতেই মানুষ সহজেই সাড়া দিচ্ছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং সভাপতি প্রত্যেক মাসেই বিকল্প উপায়ে বাংলা সফর করবেন বলে জানান দিলীপ বাবু। তাই, রাজ্য সভাপতির ইঙ্গিতে অন্তত একটা বিষয় স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে যে বাংলায় আধিপত্য বিস্তারে এক চুলও জায়গা ছাড়তে নারাজ বিজেপি। অন্যদিকে, রাজ্যে তৃণমূলও যেনতেন প্রকারেণ নিজের দলের জোড় বৃদ্ধি করতে মরিয়া হয়েছে উঠেছে। তাই, ২০২১ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের লড়াই যে ক্ষমতা দখলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সে বিষয় খুবই স্পষ্ট। {ads}