header banner

BJP: অমিত শাহ আক্রমন করলেন ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গের সরকারকে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  সামনেই একাধিক রাজ্যে উপনির্বাচন। ভোট প্রচার তুঙ্গে। এই পরিস্থিতিতেই ঝাড়খন্ডে রবিবার বিকেলে ভোট প্রচারে গিয়ে অমিত শাহ আক্রমন করলেন ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গের সরকারকে। ঝাড়খণ্ডে ভোট প্রচারে গিয়ে বাংলার উদাহরণ তুলে ধরে অমিত শাহ বলেন, 'পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ বন্ধ হয়নি।

{link}

কারণ সেখানে স্থানী প্রশাসনই অনুপ্রবেশে মদত দেয়। ঝাড়খণ্ডেও একই কারণে অনুপ্রবেশ বন্ধ হয়নি। স্থানীয় প্রশাসন এখানেও অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে।' এভাবে চললে কিছুতেই ভারতের জন সংখ্যা নিয়ন্ত্রনে আনা যাবে না।তিনি বলেন, অনুপ্রবেশ রুখতে না পারলে ভেঙে পড়বে ঝাড়খন্ডের অর্থনীতি। তারপরেই তিনি বলেন, 'এখানে বিজেপি সরকার গঠন হলে দলের নেতা-কর্মী থেকে মুখ্যমন্ত্রী, সবাই অনুপ্রবেশ আটকাবেন। অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে দেশ থেকে।' আরও কিছুটা এগিয়ে গিয়ে তিনি ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকারকে তোপ দেগে বলেন, 'সাঁওতাল পরগনায় আদিবাসী মানুষের সংখ্যা ক্রমেই কমছে।অনুপ্রবেশকারীরা আসছে দলে দলে।

{link}

আমাদের মেয়েদের বিয়ের প্রলোভন দেখাচ্ছে। তাদের জমি দখল করছে। এটা যদি বন্ধ করা না যায় তবে ঝাড়খণ্ডের পরিচিতি, তাদের সংস্কৃতি, কাজের সুযোগ, জমির অধিকার, মেয়েদের সুরক্ষা কোনওটাই রক্ষা করা যাবে না।'

{ads}

news breaking news West Bengal news Kolkata news politics politician TMC BJP সংবাদ

Last Updated :