header banner

Amit Shah : ইন্ডি জোটকে নিশানা করলেন অমিত শাহ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট ইন্ডিকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লালু-রাবড়ির জমানাকে তিনি জঙ্গল-রাজ বলেও অভিহিত করেন। বিহারের কাটিহারে একটি নির্বাচনী প্রচারে যোগ দিয়েছিলেন শাহ। তিনি বলেন, দরিদ্রদের জীবনে পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনের জনসভায় পরিবারবাদকেও নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

{link}

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্ণভেদের অবসান ঘটিয়েছেন। ইতি টেনেছেন তুষ্টিকরণের রাজনীতিতে। সমাজের প্রতিটি স্তরের মানুষের মানোন্নয়নের জন্য কাজ করে চলেছেন তিনি। আজ লালু যাদব ও কংগ্রেস যৌথভাবে বিজেপি ও জনতা দল ইউনাইটেডের বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়েছে। তিনি বলেন, আপনারা স্মরণ করতে পারেন লালু-রাবড়ির জমানার কথা। তখন বিহার জঙ্গলরাজে পরিণত হয়েছিল। আজ তিনি (লালু যাদব) কংগ্রেসের হাত ধরেছেন। আমি তাঁকে স্মরণ করিয়ে দিতে চাই, এই কংগ্রেস পার্টিই পিছড়েবর্গের বিরোধিতা করেছিল।

{link}

কাকাসাহেব কালেলকর কমিশনের রিপোর্টকে চেপে দিয়েছিল। কেবল তাই নয়, এরা বিরোধিতা করেছিল মণ্ডল কমিশনের রিপোর্টেরও। শাহ বলেন, গরিব, পিছড়েবর্গ এবং ওবিসিরা প্রত্যেকেই নৃশংসতার শিকার। এনডিএ সরকার যখন থেকে কেন্দ্রের ক্ষমতায় এসেছে, নীতীশ মুখ্যমন্ত্রী হয়েছেন, তার পর থেকেই বন্ধ হয়েছে নৃশংসতা। তিনি বলেন, নীতীশজি রাজ্যের প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। কিন্তু ইন্ডি জোট বিহারকে সেই লণ্ঠনের যুগে নিয়ে যেতে চাইছে। তারা ওবিসির বিরোধিতা করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কংগ্রেস এবং লালু যাদব সত্তর বছর ধরে ৩৭০ ধারা এড়িয়ে চলছিলেন। আর উনিশের অগাস্ট মাসে মোদিজি এই ধারা রদ করেন। 

{ads}

News BJP PM Modi Amit Shah Minister of Home Affairs Vote voter congress Lalu Prasad Yadav Election Election 2024 Politics Politician Vote Voter Lok Sabha Election সংবাদ

Last Updated :