header banner

Jadavpur University: বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা যাদবপুরে পিছিয়ে গেল ইসরোর টিম আসার সময়

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়কাণ্ডে মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সঙ্গে কথা বলেছিলেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে তিনি কথা বলেছিলেন ইসরোর চেয়ারম্যানের সঙ্গে। তার পরেই যাদবপুরে আসার ব্যাপারে সম্মতি দিয়েছিলেন ইসরো কর্তা। ঠিক হয়েছিল, ইসরোর এক প্রতিনিধি দল আসবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় ঘুরে দেখার পাশাপাশি তাঁরা যাবেন বিশ্ববিদ্যালয়ের হস্টেলেও। তবে দু এক দিনের মধ্যেই যাদবপুরে আসছে না ইসরোর প্রতিনিধি দল। বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ তাঁদের কাছে কিছুটা সময় চেয়ে নিয়েছেন।

{link}

সূত্রের খবর, জানা গিয়েছে, দিন কয়েক আগেই যাদবপুরের অস্থায়ী উপাচার্য পদে বসেছেন গণিতের শিক্ষক বুদ্ধদেব সাউ। ছাত্রমৃত্যুর ব্যাপারে যে পরিমাণ নথি জোগাড় করা প্রয়োজন ছিল, তা এখনও করে উঠতে পারেননি তিনি। তাই সপ্তাহখানেক সময় চেয়ে নেওয়া হয়েছে ইসরোর কাছে। তবে ইসরোর পক্ষ থেকে একটি টিম যে যাদবপুরে আসতে চলেছে সেই বিষয়টি নিশ্চিত হয়ে গিয়েছে। 

{ads}

news Jadavpur University ISRO ISRO Team Jadavpur Visit Education Ragging

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article