header banner

মনোনয়ন জমা দেওয়ার শেষ বেলায় বোমা-গুলিতে অশান্ত ভাঙড় ,গুলিতে মৃত্যু আইএসএফ কর্মীর

article banner

সুদেষ্ণা মন্ডল, ভাঙড় : মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ বেলায় অগ্নিগর্ভ হয়ে উঠলো উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ২-নম্বর বিডিও অফিস চত্বর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল হস্পতিবার । সকাল থেকেই একটু একটু করে উত্তেজনার পারদ চলছিল । ভিডিও অফিসের বাইরে ১৪৪ ধারার মধ্যে লাঠি সোটা নিয়ে ভিড় জামাচ্ছিল লোকজন । কিন্তু এদিন পুলিশ পুরোপুরি সক্রিয় হয়ে ওঠায় সেভাবে তেমন কোন গন্ডগোল হয়নি । বার বার লাঠি উঁচিয়ে জমায়েত ছত্রভঙ্গ করতে দেখা গিয়েছে পুলিশকে । সকালের দিকে দুটি বোমা ফাটার ঘটনা যদিও তার মধ্যে ঘটে । কয়েকজন প্রার্থীকে বাধা দেওয়ার চেষ্টা হলেও পুলিশের সক্রিয়তায় তারা শেষমেশ মনোনয়ন জমা দেয় । এই পর্যন্তই সব ঠিক ছিল।

{link}

এরপর দুপুরের পর হঠাৎ করে পুলিশকে কোনো আমল না দিয়ে এলাকায় জমায়েত বাড়তে থাকে । মুড়ি-মুড়কির মতনপড়তে থাকে বোমা। চলতে থাকে গুলিও । চারিদিক কালো ধোঁয়া আর বারুদের গন্ধে ভরে যায়  । দিশেহারা হয়ে পড়ে সাধারণ মানুষজন থেকে মনোনয়ন দিতে আসা প্রার্থীরা ।  অশান্তির বাতাবরনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় মইনুদ্দিন মোল্লা নামে এক আইএসএফ কর্মীর । এর পর পরিস্থিতি আরো অগ্নিগর্ভ হয়ে ওঠে । রাণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নতুন করে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। এরপর কার্যত পুলিশের সঙ্গেও খন্ড যুদ্ধে জড়িয়ে পড়ে দুষ্কৃতীরা । পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি  । পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে বোমাও ছড়া হয় বলে অভিযোগ । এই ঘটনায় বেশকয়েকজন পুলিশ কর্মী আহত হন । আইএসএফ এর অভিযোগ, তাদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হচ্ছে প্রথম দিন থেকে  বিডিও অফিস চত্বর নিজেদের দখলে রেখে দিয়েছে তৃণমূল । এমনকি এদিন সংবাদ মাধ্যমের কর্মীরা সংবাদ সংগ্রহ করতে গিয়েও আক্রান্ত হয় বলে । সব মিলিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি ভাঙড়।

{ads}

news Bhangar West Bengal Panchayat Election সংবাদ

Last Updated :