নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: সৈকত নগরীর দিঘায় রেল আবাসন সংলগ্ন পার্ক থেকে উদ্ধার হল বিলুপ্ত প্রজাতির ক্যামেলিয়ন। বুধবার বিকেলে রেল আবাসনে বাসিন্দা তথা কাঁথি পাবলিক স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র বিহান দাস বিলুপ্ত প্রজাতির এই প্রাণীটি প্রথম দেখতে পান। এরপর অনেক কষ্ট করে তাকে নিজেই উদ্ধার করে ওই সপ্তম শ্রেণীর ছাত্র। এরপর তাকে নিয়ে পরিবারের কাছে ছুটে আসেন। ওই সপ্তম শ্রেণীর ছাত্রের বাবা অমলেশ দাসের সহযোগিতায় দিঘা বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয় প্রানীটিকে। বিলুপ্ত প্রায় প্রাণী উদ্ধার হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর, তাকে দেখতে রেল আবাসনে ভীড় জমায় এলাকার বাসিন্দা থেকে শুরু করে পর্যটকেরা।
{link}
ঘটনা প্রসঙ্গে ওই ছাত্রের বাবা অমরেশ দাস বলেন "রেল আবাসনে পার্কের কাছে একটি গাছে বসে ছিল ক্যামেলিয়নটি। আমার ছেলে পাবলিক স্কুলে পড়াশোনা করে তাই বিলুপ্ত প্রাণী ক্যামিনিয়নটিকে শনাক্ত করতে সক্ষম হয়। বিলুপ্ত প্রাণটি বনদপ্তর হাতে তুলে দেওয়া হয়েছে”, তাকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিতে পেরে খুশি পরিবার। এই প্রসঙ্গে দিঘা বনদপ্তর দপ্তরে এক আধিকারিকের বলেন "বিলুপ্ত প্রায় প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। প্রথমে তার সার্বিক স্বাস্থ্যের অবস্থা পরিক্ষা করে দেখা হবে।প্রয়োজনে চিকিৎসা করার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে প্রাণীটিকে"
{ads}