নিজস্ব সংবাদদাতা, আসানসোল: আজ ১৯শে জানুয়ারি ফের শুনানি ছিল অনুব্রত মণ্ডলের। গরু পাচার মামলায় জামিন অধরাই, পুনরায় ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। পরবর্তি শুনানির দিন ঠিক করা হয়েছে ৩রা ফেব্রুয়ারি। যার ফলে আরও ১৪ দিন গারদের পিছনেই কাটতে চলেছে বীরভূমের 'কেষ্ট'-র।
{link}
আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে গরু পাচার মামলায় বৃহস্পতিবারের শুনানিতে উঠে আসে বীরভূমের জেলা কোঅপারেটিভ ব্যাঙ্কের ১৭৭ টি একাউন্টের বিষয়টি। এদিন গত ১৪ দিনের তদন্তে কি পাওয়া গেছে, তার রিপোর্ট কেস ডায়েরি আকারে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর কাছে জমা দেন মামলার তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য। বিচারক এই বিষয়ে জানতে চাইলে, তিনি তার বিস্তারিত জানান।
{link}
এদিনও অবশ্য অনুব্রত মন্ডলের তরফে তার আইনজীবী জামিনের আবেদন করেননি। আধ ঘন্টার মতো শুনানির হওয়ার পরে বিচারক রাজেশ চক্রবর্তী অনুব্রত মন্ডলকে আরো ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ৩ ফেব্রুয়ারি এই মামলায় পরবর্তী শুনানি হবে বলে বিচারক নির্দেশ দিয়েছেন। এরপরই জেলা আদালত থেকে অনুব্রত মন্ডলকে জেলে নিয়ে যাওয়া হয়। সম্পূর্ণ পথ জুড়েই থাকে মনমরা অবস্থায় দেখা যায়। সংবাদমাধ্যমের সম্মুখে এখনও অবধি মুখ খোলেননি তিনি।
{ads}