header banner

দ্বিতীয় হুগলী সেতুতে ফের দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার উঠল মালবোঝাই লরি, আহত চালক

article banner

নিজস্ব সংবাদদাতা: আবারও দুর্ঘটনা দ্বিতীয় হুগলি সেতুতে। বুধবার কলকাতা থেকে হাওড়া আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবোঝাই লরি উঠে পড়ে ডিভাইডারে। ঘটনায় জেরে আহত হন লরির চালক। এই দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষন রীতিমতো যানজট ছড়িয়ে পড়ে গোটা দ্বিতীয় হুগলি সেতুতে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন পুলিশের আধিকারিকেরা। বেশ কিছুক্ষন চেষ্টার পর দ্রুততার সাথে ট্রাকটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ট্রাকটি দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় ঘটনাস্থল থেকে সরে যাওয়ার পর পুনরায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে। তবুও বেশ অনেকটা সময় ধরে যানজটের সম্মুখীন হতে হয় নিত্যযাত্রীদের। 

{link}
প্রসঙ্গত, এর কয়েকদিন আগেও দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে ঘটেছিল দুর্ঘটনা। কলকাতা থেকে হাওড়াগামী একটি লরির চাকা ফেটে বিপত্তি ঘটে। এবং সেই লরিটি টোল প্লাজার মুখে আড়াআড়িভাবে দাঁড়িয়ে পড়তেই পিছন থেকে আসা একটি লরি এবং একটি কন্টেইনার পরপর একে অপরকে ধাক্কা মারে। এর জেরে পাঁচজন জখমও হয়েছিলেন। নিত্য দুর্ঘটনার কারনে যাতায়াতের গুরুত্বপূর্ণ এই ব্রিজটি শিরোনামে উঠে আসার কারনে তা বেশ চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে। 
{ads}

news Second Hooghly Bridge accident West Bengal Kolkata সংবাদ

Last Updated :