শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : মঙ্গলবার মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে নতুন করে SSC নেওয়া হবে। এবং সেই পরীক্ষায় যোগ্য প্রার্থীদের আবার বসতে হবে। সুপ্রিম নির্দেশ মেনে ৩০ মে এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে। সমান্তরালভাবে নজর থাকবে রিভিউ পিটিশনের দিকেও। মঙ্গলবার নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে এমনই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অর্থাৎ চাকরিহারাদের পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা না দিয়ে ‘যোগ্য’দের পুনর্বহাল করা যাবে কি না তা ঠিক করবে শীর্ষ আদালতই। তার আগে অবশ্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। শুরু হয়ে যাবে পরীক্ষাগ্রহণের প্রক্রিয়াও। পরীক্ষা না দিয়েই চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিকাশ ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এদিন সেই প্রেক্ষিতে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। ওখানে মুখ্যমন্ত্রী বলেন -
{link}
* কারও চাকরি যাতে না যায়, চাকরিহারারা যাতে সুযোগ পায় তার আবেদন করা হয়েছে।
* প্রধান বিচারপতির পুরনো অর্ডার যদি ক্যারি না তাহলে সুপ্রিম কোর্ট বলে দিতে পারে, তোমাদের তো অর্ডার দিয়েছিলাম তোমরা মানোনি, তাই পুরো প্যানেল বাতিল করা হল।
* সুপ্রিম নির্দেশ মেনে ৩১ মে-র মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে হবে।
* রিভিউ পিটিশনের শুনানিতে যা বলবে তাই মানব। যদি বলে পরীক্ষা দিতে হবে না, আপনাদের মান্যতা দেওয়া হল। তাই মানব। কিন্তু এখন কোনও উপায় নেই তাই সুপ্রিম নির্দেশ মানতে হচ্ছে।
* ৩০ মে এসএসসির নতুন বিজ্ঞপ্তি জারি হবে।
{link}
* ১৬ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন।
* প্যানেল প্রকাশ ১৫ নভেম্বর।
* কাউন্সিলিং ২০ নভেম্বর।
* রিভিউ হতে যদি সময় লাগে তাহলে তাই হাতে সময় রাখা হচ্ছে। রিভিউ পিটিশনে যদি সুবিচার না মেলে তাহলে নভেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করব।
* শিক্ষক-শিক্ষিকার জন্য শূন্যস্থান ২৪ হাজার ২০৩টি।
{ads}