header banner

আবারও দক্ষিণ রায়ের হামলায় সুন্দরবনে মৃত্যু হল কাঁকড়া শিকারীর

article banner

সুদেষ্ণা মন্ডল, সুন্দরবন: জঙ্গলে বিপদ প্রতিমুহূর্তে ওঁৎ পেতে থাকে। বিপদ জেনেও জীবনের ঝুকি নিয়ে পেটের টানে জঙ্গলে যেতে হয় কাঁকড়া শিকারী, মউল, মৎস্যজীবীদের। আবারও কাঁকড়া ধরতে গিয়ে সেই দক্ষিন রায়ের আক্রমণে মৃত্যু হলো এক কাঁকড়া শিকারীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সুন্দরবনের  ঝিলার জঙ্গলে। গ্রামে দেহ ফিরলে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার পরিবার। মৃতের নাম উপেন মণ্ডল(৪১)। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের সাতজেলিয়ায় এলাকার বাসিন্দা। 

{link}
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শনিবার তিনজনের একটি দল কাঁকড়া ধরতে যায় সুন্দরবনের বাগনা রেঞ্জ অফিসের ঝিলা ৫ নম্বর জঙ্গল লাগোয়া খাঁড়িতে। সতর্ক থাকা সত্ত্বেও শেষরক্ষা হল না। উপেন-সহ অন্যান্যরা কাঁকড়া ধরতে জঙ্গলের ভিতরে প্রবেশ করে। সেই সময় একটি বাঘ উপেনের উপর ঝাঁপিয়ে পড়ে। সঙ্গীরা কিছু বুঝে ওঠার আগেই বাঘটি তাকে টেনে নিয়ে যায় গভীর জঙ্গলে। আতঙ্কে জঙ্গল থেকে পালিয়ে কোনও ক্রমে প্রাণ বাঁচান বাকি সঙ্গীরা। সঙ্গীরা গ্রামে ফির গোটা বিষয়টি এলাকার মানুষদের জানান । খবর পেয়েই বাগনা বনবিভাগের অফিস থেকে বেশ কয়েকজন কর্মী তড়িঘড়ি ছুটে যান ঘটনাস্থলে। মৃত অবস্থায় উপেনের দেহটি বনকর্মীরা উদ্ধার করেন । ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পরিবারের একমাত্র উপাজর্নকারী সদস্যের এই মর্মান্তিক পরিণতিতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবার সহ গোটা সাতজেলিয়া গ্রামে। 
{ads}

news Sundarbans South 24 Paragana West Bengal সংবাদ

Last Updated :