নিজস্ব সংবাদদাতা, হুগলী: হুগলীর ব্যান্ডেল চার্চের কাছে নিবেদিতা পার্ক এলাকায় মিলল শান্তনু বন্দ্যোপাধ্যায়ের আরও একটি বাগান বাড়ির খোঁজ। স্থানীয়দের দাবি মাস কয়েক আগেই এই বাড়ির সামনে রাত করে কয়েকটি গাড়ি এসে থামতো। কালো রং-এর একটি গাড়ি থেকে শান্তনু নামতেন। অনেকেই তখন শান্তনুকে চিনতেন না। তবে বর্তমানে মিডিয়ার দৌলতে তাকে সবাই চিনে নিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত বিজেপি নেতা-কর্মীরা। তাঁরা এখানে এসে চোর ধরো, জেল ভরো স্লোগান দিতে শুরু করে। ঘটনাটিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কতো এহেন সম্পত্তি রয়েছে শান্তনুর? বিলাসবহুল এই সম্পত্তি দেখে উত্তর এখনও কার্যত সম্পূর্ন হতে অনিচ্ছুক।
{ads}