header banner

পুনরায় সাফল্য ডায়মন্ড হারবার পুলিশের 'প্রাপ্তি' ওয়েব পোর্টালের, ফিরিয়ে দেওয়া হল ৩৭০টি মোবাইল

article banner

নিজস্ব সংবাদদাতা, দক্ষিন ২৪ পরগনা: তৈরি হওয়ার পর থেকেই একের পর এক সাফল্য পেয়ে চলেছে ডায়মণ্ড হারবার পুলিশের প্রাপ্তি ওয়েব পোর্টাল। পুনরায় "প্রাপ্তি" ওয়েব পোর্টালের মাধ্যমে ৩৭০ টিরও বেশি মোবাইল উদ্ধার করে তার প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হল ডায়মণ্ড হারবার পুলিশের তরফে। মঙ্গলবার সন্ধ্যায় ডায়মণ্ড হারবার জেলা পুলিশের শীর্ষ আধিকারিকেরা ফোনগুলি তাদের মূল মালিকের কাছে ফিরিয়ে দেন। এই প্রসঙ্গে ডায়মণ্ড হারবার জেলা পুলিশের এক আধিকারি বলেন, আমাদের অনুরোধ মোবাইল চুরি গেলে বা হারিয়ে গেলে "প্রাপ্তি" ওয়েব পোর্টালের মাধ্যমে অভিযোগ দায়ের করুন যাতে আরো দ্রুত আমরা আপনাদের মোবাইল ফিরিয়ে দিতে পারি। আমরা আশা রাখি ভবিষ্যতেও "প্রাপ্তি" ওয়েব পোর্টালের মাধ্যমে  আমাদের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে। তাদের এই প্রকল্প যে ডায়মণ্ড হারবারে বিশেষ করে ফোন চুরির ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ বলে লক্ষনীয় হচ্ছে। সাধারন মানুষও এই প্রকল্পের বিপুল সুখ্যাতি করছেন। 

{ads}

news Diamond Harbour police West Bengal সংবাদ

Last Updated :