header banner

ফের আত্মহত্যার ঘটনা দ্বিতীয় হুগলী সেতুতে, বাইক রেখে নিরাপত্তা এড়িয়ে মরণ ঝাঁপ ব্যক্তির

article banner

নিজস্ব সংবাদদাতা: কড়া নিরাপত্তা, ধার বরারবর দুটি বড়ো রেলিং দিয়ে ঘেরা। তবুও ফের সোমবার পুলিশের নিরাপত্তা এড়িয়ে দ্বিতীয় হুগলী সেতু থেকে মরণ ঝাঁপ এক ব্যক্তির। ওই ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি। সূত্র মারফত জানা যায় কলকাতা থেকে হাওড়া আসার সময় ওই ব্যক্তি নিজের বাইক ব্রিজের উপর দাঁড় করে হঠাৎই ব্রিজের ঘেরাটোপ টপকে গঙ্গায় ঝাঁপ দেন। পেছন থেকে আসা এক ব্যক্তি তাকে বাঁচাতে জন্য আটকানোর চেষ্টা করলেও আটকাতে পারেননি। পরে তিনিই এসে দ্বিতীয় হুগলি সেতুর টোলপ্লাজার কাছে কর্মরত পুলিশ আধিকারিকদের এই ঘটনার খবর দেন। খবর পেয়েই ছুটে আসে ট্রাফিক পুলিশ। তারা বাইকটি উদ্ধার করেন। তদন্ত শুরু হয়েছে। ওই ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে। দেহ তল্লাশি করতে রিভার ট্রাফিক পুলিশকে খবর দেওয়া হয়েছে।

{link}
শেষবার কয়েকজন যুবকের অ্যাডভেঞ্চারের ইচ্ছার কারনে এহেন ঘটনা ঘটেছিল দ্বিতীয় হুগলী সেতুতে। তারপর থেকেই নিরাপত্তা আরও কড়া করে দেওয়া হয়। পুলিশ দাঁড়ানোই নিষেধ করে দেয় দ্বিতীয় হুগলী সেতুর ওই বিশেষ স্থানের উপর। একাধিক পদক্ষেপ গ্রহন করেও দুর্ঘটনা এড়ানো সম্ভব হল না। ফের আত্মহত্যার ঘটনা ঘটল দ্বিতীয় হুগলী সেতুর উপর। কার্যত একই যায়গা থেকে। দেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে রিভার ট্রাফিক পুলিশ। 
{ads}

news suicide Second Bridge Howrah Kolkata West Bengal সংবাদ

Last Updated :