header banner

করা হলো না জামিনের আবেদন, আরও ১৪দিন আসানসোল জেলেই ঠাঁই কেষ্ট-র

article banner

নিজস্ব সংবাদদাতা, আসানসোল: গরু পাচার মামলায় বৃহস্পতিবার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে জামিনের আবেদন করা হলো না অনুব্রত মন্ডলের তরফে। এর ফলে বৃহস্পতিবার আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী তাকে আরো ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ১৯ জানুয়ারি  এই মামলার পরবর্তী শুনানি হবে। বিচারক আরও নির্দেশ দিয়েছেন বলে জানান অনুব্রত মন্ডলের আইনজীবী সোমনাথ চট্টরাজ। তিনি আরো বলেন, বুধবারই কলকাতা হাইকোর্টে অনুব্রত মন্ডলের জামিন নাকচ করা হয়েছে। তাই এদিন আর নতুন করে নিম্ন আদালতে তার জামিনের আবেদন করা হয়নি। তিনি বলেন, এদিন  ভোলেবোম রাইস মিলের ব্যাঙ্ক একাউন্ট ডি-ফ্রিজের আবেদন আগেই করা হয়েছিলো। এদিন তার পরিপ্রেক্ষিতে এই আবেদনের শুনানি আগামী ১৯ জানুয়ারি হবে বলে বিচারক জানিয়েছেন। 

{link}
একইসঙ্গে এদিন আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে   সায়গল হোসেনের জামিনের আবেদনর শুনানি দিল্লির তিহার জেল থেকে ভার্চুয়াল করা হয়। তারও পরবর্তী শুনানি আগামী  ১৯ জানুয়ারি বলে বিচারক রাজেশ চক্রবর্তী জানান। বৃহস্পতিবার অনুব্রত মন্ডলকে আবারও আসানসোল জেলে গিয়ে জেরার আবেদন করা হয়েছিলো সিবিআইয়ের তরফে।  সেই আবেদনের ভিত্তিতে বিচারক রাজেশ চক্রবর্তী সকাল আটটা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত আসানসোল জেল বা সংশোধনাগারে গিয়ে জেরা করার অনুমতি দেন। এই প্রসঙ্গে অনুব্রত মন্ডলের আইনজীবী বলেন, বিচারক সিবিআইয়ের আবেদন মঞ্জুর করেছেন। আইন মেনে তা সিবিআইকে করতে হবে। এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ আসানসোল জেল থেকে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে নিয়ে আসা হয় অনুব্রত মন্ডলকে। তবে এদিন তার জামিনের আবেদন করা না হওয়ায় শুনানি বেশিক্ষন হয়নি। তাকে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, তৃণমূলের নয়া কর্মসূচী সহ আরও একাধিক বিষয়ে প্রশ্ন করা হলেও, কোনরকম উত্তর দিতে চাননি তিনি। 
{ads}

news Asansole Anubrata Mondal West Bengal সংবাদ

Last Updated :