header banner

"খেলা হবে" এবার টি-শার্টেও

article banner

“খেলা হবে”, “এই মাটিতেই খেলা হবে” সর্বপ্রথম আমাদের বাংলাতে বীরভুমের পুরন্দরপুর গ্রামের একটি জনসভায় তৃণমূল কংগ্রেসের বীরভুম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বক্তব্য রাখতে গিয়ে মন্তব্যটি করেছিলেন। তারপর থেকে মিডিয়া ও সোশ্যালমিডিয়া  দ্বারা নানাভাবে জনপ্রিয় হয়ে ওঠে ওনার এই উক্তিটি। তার কিছুদিনের মধ্যে তৃনমূলের জনপ্রিয় মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য  তৃণমূল কংগ্রেসের জন্য ‘খেলা হবে’ একটি গানও বের করেন আর তারপর থেকেই ‘খেলা হবে’ জনপ্রিয়তা আকাশ ছোঁয়ে। এখন মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে এই শ্লোগান “খেলা হবে”। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে অনুব্রত মণ্ডলের এই স্লোগান জায়গা করে নেয় রাজ্য রাজনীতিতে।  তৃণমূলের গণ্ডি পেরিয়ে সমস্ত রাজনৈতিক দল নিজও নিজও ভঙ্গিমায় এই শ্লোগানকে কাজে লাগাচ্ছে। ভোটের দিন ঘোষণার দিন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আট দফায় খেলব ৷ শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘খেলা হবে, পদ্মফুলের মেলা হবে, তৃণমূলকে ফেলা হবে’৷ ভোটমুখী বঙ্গে তৃণমূল হোক বা বিজেপি সব রাজনৈতিক দলের নেতাদের মুখে এখন একটাই কথা ‘খেলা হবে’। 

নির্বাচনের আগে এক অন্য নতুন চমক। এবার অনুব্রত মণ্ডলের এই "খেলা হবে" স্লোগান দিয়ে সিউড়ির বিভিন্ন মার্কেটে বিক্রি হচ্ছে "খেলা হবে" টি-শার্ট। শান্তিনিকেতনেও বিভিন্ন জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে এই টি-শার্ট গুলি।  যা কিনতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের সাথে সাথে ভিড় করছে সাধারণ মানুষ। যদিও তারা বলছে খেলা হবেতে কোন পাচন বা অন্য কিছুর প্রয়োজন নেই, রাজনৈতিকভাবে খেলা হোক উন্নয়নের খেলা হোক, খেলা হোক বেকারত্ব দূর করার। টি-শার্ট বিক্রেতাদের মুখেও শোনা গেলো একই কথা, “খেলাতো শুরু হয়ে গেছে, খেলা হোক কিন্তু তা উন্নয়নমূলক খেলা হোক”। 

{ads}
 

Anubrata Mondol District President Of The Trinamool Congress Comments Dialouge Birbhum Shantiniketan Printed T-Shirts New Trends Politics West Bengal India

Last Updated :